Kolkata Metro: কমছে মেট্রোর সংখ্যা, পরিবর্তিত হচ্ছে সময়সূচিও

Kolkata Metro: কমছে মেট্রোর সংখ্যা, পরিবর্তিত সময়সূচিও। কলকাতা সহ নিকটস্থ একাধিক এলাকার পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কলকাতা মেট্রোকে। যাতায়াতের সুবিধার কারণে বহু মানুষই এই পরিষেবা ব্যবহার করে থাকেন। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও এই বিষয়ে সচেতন। যাত্রী সুবিধার্থে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছেন তারা। তবে এবার কলকাতার মেট্রোর হাওড়া শাখায় চলাচলকারী ট্রেন নিয়ে কিছু পরিবর্তনের খবর শোনা যাচ্ছে।

তথ্যসূত্রে জানা গেছে, আজ অর্থাৎ শনিবার ১৪/১২/২০২৪ থেকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) হাওড়া শাখা থেকে চলাচলকারি ট্রেনের সংখ্যা কমতে চলেছে। বর্তমানে সোম থেকে শনি প্রতিদিন হাওড়া ময়দান মেট্রো রেলস্টেশন থেকে মোট দেড়শোটি মেট্রো চলাচল করে। কিন্তু আজ থেকে ৩৬টি মেট্রো কমে যেতে চলেছে। অর্থাৎ আপ ডাউন মিলিয়ে হাওড়া ময়দান রেলস্টেশন থেকে ১১৪টি মেট্রো রেল চলাচল করবে এখন থেকে।

মূলত হাওড়া ময়দান থেকে মহাকরণ অব্দি বিস্তৃত মেট্রো লাইনের জন্যই এই পরিবর্তন করা হলো। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তনের প্রয়োজন পড়লো? কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত মেট্রোর লাইনে কিছু কাজ চলছে। আর সেই কারণেই মেট্রো রেল পরিষেবায় ব্যাঘাত ঘটতে দেখা যাচ্ছে। তাই সোম থেকে শনি পর্যন্ত চলাচলকারি মেট্রোর সংখ্যা কমাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে রবিবারের সূচিতে কোনো রকম পরিবর্তন আনা হয়নি। রবিবার আগেও যেরকম সময়সূচী মেনে যে কয়টি ট্রেন চলছিল এখনো তাই চলবে।

আরো পড়ুন: সপ্তাহান্তে ফের ভোগান্তি, হাওড়া শিয়ালদহ লাইনে বাতিল একাধিক ট্রেন

প্রসঙ্গত উল্লেখ্য, হাওরা ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুটি মেট্রো রেল লাইন বিস্তৃত রয়েছে। একটির সুরঙ্গের অভিমুখ পূর্ব দিকে অন্যটির পশ্চিম দিকে। কিন্তু মেট্রো লাইনে কাজ চলার কারণে একটি সুরঙ্গ পথে সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাচ্ছিল না। এতদিন পর্যন্ত মহাকরণ থেকে হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন পর্যন্তই পরিষেবা চালু রাখা সম্ভব হয়েছিল। তবে অপর লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল। যেই লাইনটি নিয়ে সমস্যা হচ্ছিল বর্তমানে সেই লাইনে চলাচলকারী মেট্রোর সংখ্যাতেই কাট ছাট করা হয়েছে।

এবার আসা যাক কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন পরিবর্তিত সময়সূচির কথায়। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী প্রথম মেট্রো রেলটি ছাড়বে সকাল ৯টা ৮ মিনিটে। এই ট্রেনটি চলবে পশ্চিমমুখী সুড়ঙ্গ পথ দিয়ে। শেষ মেট্রোটি পাওয়া যাবে সন্ধ্যে ৭টা বেজে ৫৮ মিনিটে। একইভাবে মহাকরণ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল নটা কুড়ি মিনিটে এবং শেষ মেট্রোটি ছাড়বে রাত আটটা আট মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *