Site icon লোকাল সংবাদ

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছিঃ ছিঃ রে ননী, ভিউ ১২০ কোটি, কিভাবে পেল সফলতা?

ছিঃ ছিঃ রে ননী

সোশ্যাল মিডিয়া

ছিঃ ছিঃ রে ননী গানটি শুনেছেন তো? কেই বা শোনেনি? আসলে বিনোদন জগতের অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। যেখানে অবসর সময় কাটান সকলে। এমনকি ফেসবুক, ইনস্টাগ্রামে রিল বানাতেও এক্সপার্ট হয়ে গিয়েছে বাচ্চারা। পাশাপাশি বিশ্বের নানান খবর সহজেই ছড়িয়ে পড়ে এই নেটদুনিয়ায়। অনেকে আবার উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এই নেট জগতকে। তবে সম্প্রতি সমাজ মাধ্যমে দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ২০ বছরের পুরনো গান ছিঃ ছিঃ রে ননী…। ফেসবুক, ইন্সটা খুললেই কানে ভেসে আসছে সেই গান। কিন্তু এতদিন পর কিভাবে নেট জগতে আসলো এই গান? গানের বিষয়বস্তুই বা কি? যা অনেকের কাছেই অজানা।

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কিছু গান বা ভিডিও ভাইরাল হয় যার অর্থ বা বিষয়বস্তু অনেকেই জানেনা। যার ফলে সেই গান বা বিষয়টিকে অনেকে কমেডি হিসেবে ভাইরাল করে। তেমনি ২০ বছরের পুরনো ছিঃ ছিঃ রে ননী গানটির বিষয়বস্তু অনেকের কাছে অজানা। অনেকেই এই গানটিকে কমেডি গান হিসেবে ভাইরাল করেছে। ভিডিওর ভিউ ছাড়িয়েছে প্রায় ১২০ কোটির বেশি। এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছে প্রায় ১ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী মানুষ।

২০ বছরের পুরনো এই ওড়িয়া গান ছিঃ ছিঃ রে ননী শুরু হয় সম্বলপুর থেকে। গানের প্রযোজক তথা রচয়িতা হলেন সীতারাম আগরওয়াল। গানটি গেয়েছেন প্রয়াত গায়ক তথা গীতিকার সত্যনারায়ন অধিকারী। গানটির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে সম্বলপুরের বিভূতি বিশাল এবং পরিচালনা করেছেন মনভঞ্জন নায়ক। যারা ভাবতে পারেনি তাদের এই পুরনো গান এতটা সফলতা আনতে পারে। বলা যায় সৃষ্টিকর্তাদের এক দুর্দান্ত উপহার দিয়েছে এই গানের পুনর্জন্ম।

আরও পড়ুন: সইফ আলি খানের প্রাণ বাঁচানোর বিনিময়ে কি পেলেন অটোচালক ভজন? টাকা নাকি অন্য কিছু

একজন নিবেদিতপ্রাণ মঞ্চশিল্পী হলেন গোবিন্দটোলা, সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশাল। যিনি থিয়েটারে এবং প্রধান ও পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজস্ব জায়গা তৈরি করেছেন। মিউজিক ভিডিওতে কখনোই অভিনয় করেননি তিনি। বলা যায় ছিঃ ছিঃ রে ননী গানের মধ্যে দিয়েই তার মিউজিক ভিডিওতে পা রাখা। পরিচালক মনভঞ্জন নায়কের মাধ্যমে তিনি মিউজিক ভিডিওতে অভিনয় করার প্রস্তাব পান। থিয়েটারের মধ্য দিয়েই এই সংশ্লিষ্ট গানের পরিচালকের সাথে সাক্ষাৎ হয় বিভূতির। গানের নায়কের গ্রাম্য চেহারা এবং অভিনয় দেখে এই গানে ভিডিও করার প্রস্তাব দেন তিনি। ১৯৯৫ সালের রেকর্ড করা হয় এই গানের। ১০ বছরের মাথায় এই গানের উপর ভিডিও তৈরি করেন পরিচালক মনভঞ্জন নায়ক।

প্রথমে এই গানের গল্প তৈরি করেন পরিচালক মনভঞ্জন নায়ক। যে গানের বিষয়বস্তু এক দরিদ্র যুবককে নিয়ে আবর্তিত হয়েছে। দরিদ্র যুবক এক মেয়ের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দারিদ্রতার কারণে প্রেমিকার পরিবার ওই যুবককে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বেরিয়ে পরবর্তীতে যখন ফিরে আসে তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর এই শুনে বিরহে এই গান গেয়ে ওঠে ওই যুবক। যা বর্তমানে ইতিহাস গড়েছে এই গান। বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিঃ ছিঃ রে ননী গানটি। যার শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে। তবে এই গান ভাইরাল হওয়ায় প্রযোজক সিতারাম আগরওয়াল প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। যা বর্তমানে উড়িষ্যা ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে এই গান।

Exit mobile version