Ola Swappable battery Technology: ওলার পক্ষে আনা হচ্ছে সোয়াপেবেল ব্যাটারি সিস্টেম, কি জানালো সংস্থার কর্ণধার

Ola Swappable battery Technology: বর্তমান সময়ে ভারতের টু হুইল্যারের বাজারে সোয়াপবেল ব্যাটারির জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে চলেছে। বারবার চার্জ দেওয়ার সমস্যা এড়াতে এই নতুন প্রযুক্তিতে ভরসা করছে মানুষ। এবার এই একই পথে আসার আলো দেখাতে চলেছে ওলা ইলেকট্রিক। এদিন সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল একটি টিজার প্রকাশ করে সোয়াপবেল ব্যাটারির ইঙ্গিত দিয়েছেন। এর সাথে ডেলিভারির কাজে ব্যবহারের জন্য নতুন একটি ইলেকট্রিক টু হুইলার গাড়ি রিলিজ করেছেন।

এদিন নিজের এক্স (X past Twitter) হ্যান্ডেলে দুটি ছবি ভাগ করে নিয়েছেন। যাতে এই আসন্ন প্রোডাক্ট গুলি দেখিয়ে তিনি লিখেছেন একটি রোমাঞ্চে ভরা প্রজেক্টে কাজ চলছে আগামী সপ্তাহেই নতুন ঘোষণা করা হবে। এর থেকেই ধারণা করা হচ্ছে এবার হয়তো ২০২৫ সালেই টু হুইলার গাড়ির ক্ষেত্রে ওলা এই নতুন প্রযুক্তি (Ola Swappable battery Technology) ব্যবহার করতে চলেছে।

যদিও ওলা এর আগে রিমুভেবেল ব্যাটারির ব্যবস্থা করেছিল। সদ্য ভাবেশ আগরওয়ালের ভাগ করে নেওয়া পোস্টগুলোতে এই আগের ডিজাইনের মিল পাওয়া গেছে। তবে বর্তমানে ওলা ইলেকট্রিক স্কুটারে ফিক্সড ব্যাটারি সেট আপ দেখা যায়। তবে এই নতুন সোয়াপেবেল ব্যাটারি (Ola Swappable battery Technology) প্রথমে অলার ইলেকট্রিক ভেহিকেলেই দেখা যেতে চলেছে বলে জানা যাচ্ছে। এছাড়াও সংস্থাটি Sankalp 2024 ইভেন্টে তাদের আসন্ন থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ির ব্যাপারে প্রদর্শন করে। সেখানেও এই নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যেতে পারে।

আরো পড়ুন: গিজার নাকি হিটার রড কোনটা ভালো? জানুন বিস্তারিত

যদিও ভারতে এই ধরনের ব্যাটারি সিস্টেম (Ola Swappable battery Technology) মূলত বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়। তবে হিরো গ্রুপের ভিদা এবং বাউন্সের কিছু ইলেকট্রিক ভেহিকেলে এই উন্নত প্রযুক্তি ব্যবহার হতে দেখা যায়। অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে ইয়ুমা এনার্জি তাদের ইলেকট্রিক টু হুইলারগুলিতে সোয়াপেবেল ব্যাটারি ব্যবহার করে। হোন্ডা সংস্থাতেও এই প্রযুক্তি বেশ উন্নতি করেছে এবং নির্দিষ্ট কয়েকটি শহরে এই প্রযুক্তি ব্যবহারও করছে। হোন্ডার প্রথম ইলেকট্রিক টু হুইলারেও এই প্রযুক্তির দেখা মিলেছে।

সোয়াপেবেল ব্যাটারির (Ola Swappable battery Technology) সুবিধা:

  • সোয়াপবেল ব্যাটারিতে চার্জের ক্ষেত্রে ব্যাটারি খুলে এনে চার্জ করা যায়।
  • দ্রুত চার্জ হয়ে যাওয়ায় সময় বাঁচে।
  • চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশনের প্রয়োজন হয়না। বাড়ি বা অফিসেও চার্জ দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *