Olympic Medal: আবারো উঠলো অলিম্পিকসের পদক ক্ষয়ের অভিযোগ, এবার ভারতে

Olympic Medal: আবারো উঠলো অলিম্পিকসের পদক ক্ষয়ের অভিযোগ, এবার ভারতে। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিক। সেই খেলা চলাকালীনই পদক নিয়ে উঠছিল অভিযোগ। অনেকেই অভিযোগ করেছিলেন অলিম্পিকে দেওয়া পদক (Olympic Medal) নাকি ক্ষয়ে যাচ্ছে। এইবার সেই একই অভিযোগ করতে শোনা গেল এক ভারতীয় ক্রীড়াবিদকে। অভিযোগ করেছেন এবছর অলিম্পিকে ব্রোঞ্জ প্রদক জয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য হার্দিক সিংহ। তিনি শুধু মুখের কথায় অভিযোগ করেননি রীতিমতো প্রমাণ দিয়েছেন এই ঘটনার।

হার্দিক সিংহকে কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিতে দেখা যায়। সেখানে তিনি তুলে ধরেছেন এই অভিযোগ। তিনি তার প্রাপ্ত মেডেলটি (Olympic Medal) দেখিয়েছেন প্রমাণ করেছেন সেইটি থেকে কিভাবে রং উঠে যাচ্ছে। সাক্ষাৎকারে তিনি মেডেল সম্পর্কে বলেছেন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী আইফেল টাওয়ারের অংশ ব্যবহার করা হয়েছে মেডেলটিতে। সেই কথা আশা করি মিথ্যে নয়। এবং যদি তা সত্যি হয় তাহলে মেডেলটিকে যতটা সম্ভব ভালো গুণমানের তৈরি করা উচিত ছিল। অবশ্য এটাও বলেছেন যে অলিম্পিকে পদক পাওয়াই তার কাছে শ্রেষ্ঠ ঘটনা। মেডেলের ক্ষয়ে যাওয়া তার কাছে তেমন কোন ব্যাপার নয়।

কিছুদিন আগে একইভাবে ভিডিওর মাধ্যমে অভিযোগ করতে শোনা গেছিল ডেনমার্কের অ্যাক্সেলশানকে। ২০২১ এ টোকিও অলিম্পিকে এবং তারপর ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টন বিভাগে স্বর্ণপদক (Olympic Medal) জয়ী এই ক্রীড়াবিদ। তিনি রীতিমতো দুটো পদক সামনে রেখে তুলনা করে দেখিয়েছেন টোকিও অলিম্পিকে সোনার পদকের সোনার পরিমাণ ছিল ৯ শতাংশের কাছাকাছি। প্যারিস অলিম্পিকে পাওয়া স্বর্ণপদকে সোনার পরিমাণ কমে এসে দাঁড়িয়েছে ১ শতাংশের কাছাকাছি।

শুরুর দিকে সোনা, রূপা, ব্রোঞ্জ যে কোন পদকই নিখাদ ও নির্দিষ্ট ধাতু দিয়েই তৈরি করা হতো। ১৯১২ সাল অব্দি এই প্রথা চলে এসেছে। তারপর প্রতিটি পদকেই সামান্য পরিমাণ খাদ মেশানো শুরু হয়। কিন্তু তাতে পদকের গুণমানে কখনো কমতি হতে দেখা যায়নি। কিন্তু তা বলে সম্প্রতি যে নিম্নমানের পদক দেওয়া হচ্ছে তা অত্যন্ত লজ্জার। বর্তমানে স্বর্ণপদকে সোনার পাত বসানো থাকে। সেখানেও যদি সোনার ঘাটতি থাকে তাহলে পদকটির গুণমান নিয়ে প্রশ্ন উঠবেই। এমনটাই বলতে শোনা গেছিল অ্যাক্সেলসেনকে।

পদক ক্ষয়ের অভিযোগ করেছেন আমেরিকার ক্রীড়াবিদ নিজা হুস্টনও। এবছর প্যারিস অলিম্পিকে স্ট্রিট স্কীটবোর্ডের পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ৯ই আগস্ট পদকটি পেয়েছিলেন তিনি। তারপর দুটো ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবি পদক জয়ের পর মুহূর্তে তোলা, অপর ছবিটি তুলেছিলেন প্রায় তিনদিন পর। মাত্র তিন দিনে পদকের রং ফিকে হয়ে গেছে। ছবি দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্প্রতি ভারতীয় ক্রীড়াবিদের অভিযোগের মধ্যে দিয়ে অলিম্পিকসের পদক (Olympic Medal) নিয়ে এই সমস্যা কর্তৃপক্ষের অস্বস্তির কারণ হয়েই থেকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *