Rules of Graduation Course: উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবার পড়ুয়াদের জন্য আসছে নতুন নিয়ম। কয়েক বছর যেতে না যেতেই খুব দ্রুত স্নাতক পাশের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ। এর ফলে ৪ বছরেরও কম সময়ে শেষ করা যেতে পারে গ্র্যাজুয়েশন কোর্স। UGC-এর নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়মে পঠনপাঠন শুরু হবে। জানা যাচ্ছে যদি কোনো পড়ুয়া ৪ বছরের স্নাতক ডিগ্রির কোর্স ৩ বছরে শেষ করতে চায় তবে তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
এক্ষেত্রে নতুন নিয়মে (Rules of Graduation Course) পড়ুয়ারা ৩ বছরের স্নাতক কোর্স আড়াই বছরে এবং ৪ বছরের স্নাতক কোর্স ৩ বছরে শেষ করতে পারবে। এতে ডিগ্রিও পাওয়া যাবে সময়ের আগেই। এব্যাপারে UGC চেয়ারম্যান এম জগদীশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আইআইটি মাদ্রাজের অধিকর্তা ডি কামাকোটির নেতৃত্বের একটি বিশিষ্ট দল এই সুপারিশ করেন যা সম্প্রীতি অনুমোদন দিয়েছে UGC।
তিনি আরো বলেন যেসব পড়ুয়া মেধাবী তাঁরা নিজেদের সুবিধা মতো কোর্স শেষ করে নিতে পারে মেয়াদ পূর্তির আগেই। এর ফলে নির্দিষ্ট সময়ের আগে স্নাতক পাশের ডিগ্রি পেতে পারে পড়ুয়ারা। এতে করে দ্রুত উচ্চ শিক্ষা বা কর্মস্থানের মতো সুযোগের চেষ্টা করতে পারবে। ফলে নতুন এই স্নাতক পাশের নিয়মে (Rules of Graduation Course) বিশেষকরে উপকৃত হতে চলেছে পড়ুয়াড়াই।
আরো পড়ুন: ভারতের এই রাজ্য সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, দিতে হয়না একটি টাকাও
সম্প্রতি আইআইটি মাদ্রাজে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীর স্নাতক কোর্স (Rules of Graduation Course) শেষ করার সময়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান এটি ওই ছাত্রের মেধার উপর এটি নির্ভর করবে। যদি শিক্ষার্থী দুই বছরে করে শেষের কথা ভাবে তাহলে সেই কষ্টদায়ক একটি পরিশ্রম হবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোর্স শেষের ৬ মাস থেকে সর্বাধিক ১ বছর আগে কোর্স শেষ করা যাবে। তবে যদি পড়ুয়ারা তার আগেও শেষ করতে চান এবং পারেন তবে সেটি গ্রাহ্য করা হবে।
একই সাথে এই নতুন নিয়ম (Rules of Graduation Course) অনুযায়ী জগদীশ বাবু জানান ইউজিসির তরফে কোর্সের নাম নথিভুক্ত করা এবং কোর্স ছেড়ে দেওয়ার বিকল্প পথ রাখা হয়েছে। এতে তারা প্রয়োজনমতো বিরতি নিতে পারে এবং পরে কোর্সটি সম্পন্ন করতে পারে। এর সাথেও সময়সীমাও পরিবর্তন করা যাবে সহজেই।