ONGC Recruitment 2025: বছরের শুরুতেই সুখবর দিল ONGC, একাধিক পদে হবে কর্মী নিয়োগ

ONGC Recruitment 2025: সবেমাত্র শেষ হয়েছে একটা বছর। শুরু হয়েছে ২০২৫। এরই মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ONGC। একাধিক বিভাগে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি। বছরের শুরুতেই কর্মী নিয়োগ করতে চেয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীদের আজকের আবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

সংস্থার নাম:

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC Recruitment 2025)

পদের নাম:

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র ম্যানেজার, অ্যাসোসিয়েট ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।

শূন্যপদ:

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC Recruitment 2025) কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ০৪টি।

আবেদনের যোগ্যতা:

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যোগ্যতা স্থির করে দেওয়া হয়েছে সেগুলো হলো:

  1. সিনিয়র ম্যানেজার পদের জন্য আগ্রহী প্রার্থীদের MBa পাশ হতে হবে, সঙ্গে এনার্জি বা পাওয়ার সেক্টরে অন্তত ১০ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
  2. অ্যাসোসিয়েট ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। সঙ্গে রিনিউয়েবেল এনার্জি সেক্টরে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. ম্যানেজার পদে আবেদন করার জন্য রিনিউয়েবেল এনার্জিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  4. অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের জন্য চার্টার্ড একাউন্ট বা MBa সম্পন্ন করেছেন এমন ব্যক্তি নিয়োগ করা হবে।

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা স্থির করে দিয়েছে সংস্থাটি। যেক্ষেত্রে সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছর। আর যদি কেউ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবেদন করতে আগ্রহী হন তবে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছর। আবার ম্যানেজার পদে আবেদন করার জন্য ১০ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের কম হতে হবে।

আরো পড়ুন: নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর, নিয়োগ হচ্ছে এই দপ্তরে

নিয়োগ পদ্ধতি:

প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন:

নির্বাচিত প্রার্থীদের প্রতি বছর ২২ থেকে ৬০ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আবেদনে আগ্রহী প্রার্থীদের ওএনজিসি (ONGC Recruitment 2025) সংস্থার ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত উপরোক্ত সমস্ত পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *