রিলায়েন্স এবং বিপির থেকে টাকা চাইল ওএনজিসি, আনল চরম অভিযোগ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ‘বিপি এক্সপ্লোরেশান’-এর বিরুদ্ধে চরম অভিযোগ আনল রাষ্ট্রায়াত্ব সংস্থা ওএনজিসি। তারা দাবি করেছে যে তাদের ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ও বিক্রি করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে ডিমান্ড নোটিস জারি করল কেন্দ্রীয় সরকার। এই ডিমান্ড নোটিস অনুযায়ী প্রায় ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ‘বিপি এক্সপ্লোরেশানকে। বিশেষজ্ঞরা মনে করেছেন এই ঘটনাটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী সংস্থাগুলির কাছে বড় ধাক্কা।

২০১৩ সালে প্রথম এই ঘটনার সূত্রপাত হয়েছিল। রিলায়েন্স ও তার সহযোগী সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, কৃষ্ণা ও গোদাবরীর সমুদ্র বেসিন এলাকার ওএনসিজির ব্লক থেকে অবৈধভাবে তারা প্রাকৃতিক গ্যাস উত্তোলন করছে। বিশেষজ্ঞরা দাবি জানিয়েছে যে, মাটির ওপরে সীমানা ভাগ করা অতি সহজ ব্যাপার কিন্তু খনিতে সে প্রক্রিয়া কখনোই কার্যকর হয় না।

ওই খনি অঞ্চলে ওএনসিজির নির্ধারিত ব্লক হল KG-D5 ও পার্শ্ববর্তী রিলায়েন্স ও বিপি-এর সত্তাধীন KG-D6 ব্লক।এই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে,যেহেতু ওএনসিজির পার্শ্ববর্তী ব্লক তাই সেই সুযোগ কাজে লাগিয়ে প্রাকৃতিক গ্যাস অবৈধভাবে উত্তোলন শুরু করে পার্শ্ববর্তী রিলায়েন্স ও বিপি। ঘটনার জন্য কেন্দ্র হাইকোর্টে মামলা দায়ের করে। তবে সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় যায় রিলায়েন্সের পক্ষে। পরবর্তীকালে আবার আবেদন জানানো হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন: বাতিল রেলের নিয়োগ প্রক্রিয়া, তদন্তে উঠে এলো দুর্নীতির অভিযোগ

দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ১৪ই ফেব্রুয়ারি সেই মামলায় কেন্দ্রের পক্ষে রায় দেয়। মামলাতে দোষী সাব্যস্ত করা হয়েছে রিলায়েন্স এবং সহকারী সংস্থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে গ্যাস উত্তোলনের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, দোষী সাব্যস্ত রিলায়েন্সের কাছ থেকে ক্ষতিপূরণ ও সুদ বাবদ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা কেন্দ্র আদায় করতে পারবে।

আদালতের নির্দেশের ভিত্তিতেই এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী সংস্থাগুলির কাছে ২৫ হাজার কোটি টাকার ডিমান্ড নোটিস পাঠাল কেন্দ্র। দোষী সাব্যস্ত হওয়ার জন্যই এই মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী সংস্থাগুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *