Madhyamik Examination: মাধ্যমিক পরীক্ষায় বাধ্যতামূলক হলো অনলাইন আবেদন, কবে থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম

Madhyamik Examination: আর কয়েকটা মাস তারপরেই হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। তারপরেই শুরু নতুন সেসন। আর এবার থেকে নতুন নিয়ম আনা হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে। ভারত এখন স্মার্ট হওয়ার পথে এগোচ্ছে। ফলে এবার শিক্ষা ব্যবস্থাকে সহজ করে দিতে অনলাইনের পথে হাঁটতে চাইছে পর্ষদ। জানা যাচ্ছে এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে হলে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

শুধু তাই নয় এতদিন অফলাইনে মাধ্যমিক (Madhyamik Examination) শিক্ষার্থীদের তথ্য জমা করতো বিদ্যালয়গুলো। এবার হ্যাপা হেপা কমাতেই অনলাইন আবেদনের পথে হাঁটছে রাজ্য। ইতিমধ্যে একটি ওয়েবসাইট প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশ করা হয়েছে সময় সীমাও। জানা যাচ্ছে আগামী ডিসেম্বরের ২ তারিখ সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইনে এই তথ্য জমা দেওয়ার পদ্ধতি। যা চলবে ১৮ই ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

এতদিন বিদ্যালয়গুলির কাছাকাছি মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসে গিয়ে তথ্য জমা করে আসতে হতো বিদ্যালয়গুলিকে। তবে এবার সেই পদ্ধতিতে বড় বদল আনলো মধ্যশিক্ষা পর্ষদ। এবার শিক্ষার্থীদের নিজেদের তথ্য আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। যার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে www.wbbsedata.com ওয়েবসাইটটিতে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছে পর্ষদ। জানা যাচ্ছে এই বিষয়ে ছাত্র-ছাত্রীদের কোনো সমস্যা হলে তার বিদ্যালয় এই বিষয়ে সমস্ত রকম সাহায্য করবে।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে ২ কোটি টাকার ট্যাব দুর্নীতি কড়া পদক্ষেপ মুখ্যসচিবের

তবে স্বস্তির বিষয় হলো যে এই প্রক্রিয়া সম্পন্ন করবে বিদ্যালয়গুলিই। এতদিন বিদ্যালয়গুলি অফলাইনে আবেদন পত্র জমা দিত পর্ষদের স্থায়ী বা অস্থায়ী দপ্তরগুলিতে। তবে এবার নতুন নিয়ম অনুযায়ী ২০২৫ সালের মাধ্যমিক ছাত্র ছাত্রীদের তথ্য সরাসরি পর্ষদের ওয়েবসাইটে জমা করতে হবে বিদ্যালয়গুলিকে। পর্ষদের তরফে নির্দেশ দিয়ে জানানো হয়েছে সময়সীমার মধ্যে বিদ্যালয়গুলি যদি এই কাজ সম্পন্ন না করতে পারে তবে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সাফ জানিয়ে দিয়েছে যে এবার থেকে আট পুরানো উপায়ে জমা নেওয়া হবেনা আবেদন। মূলত শিক্ষাব্যবস্থার মধ্যে ডিজিটালাইজেশনের এবং খরচ কমাতেই আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের (Madhyamik Examination) নিয়মের পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এই বিষয়ে ব্যতিক্রম নিয়মও রেখেছে পর্ষদ। জানা যাচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে অফলাইনেও জমা নেওয়া হবে ছাত্র-ছাত্রীদের তথ্য। তবে এই সুবিধা পাওয়ার জন্য বিদ্যালয়গুলিকে অবশ্যই উপযুক্ত তথ্য দিতে হবে পর্ষদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *