India vs Pakistan: SCO সামিটে ভারতকে বন্ধুত্বের বার্তা পাকিস্তানের! কোন পথে গড়াবে সম্পর্কের জল

India Vs Pakistan: সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO Summit) সামিট। সেখানে ভারতের তরফে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaysankar)! সামিটে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী সেহবাজ শরীফের সাথে অভিবাদন জানাতে দেখা গিয়েছে জয়শঙ্কর কে। ভারত পাকিস্তানের এই অভিবাদন জানানোর সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং শেহবাজের ভাই নওয়াজ শরীফ।

এদিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাকিস্তানি রাজনৈতিক দল PMNL নেতা বিনম্র অনুরোধ করেন অশান্তির মধ্যে ৭৫ বছর নষ্ট হয়েছে দুই দেশেরই। তাই আরও ৭৫ বছর যেনো নষ্ট না হয়। ওইদিন ইন্ডিয়া টুডের সাথে একটি সাক্ষাৎকারে নওয়াজ বলেন ভারত তাদের প্রতিবেশী দেশ, চেষ্টা করলেও এই সত্য বদলাবে না। তবে যদি এই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতেন তবে তিনি খুশি হতেন। তবে জয়শঙ্করের উপস্থিতে তারা আপ্লুত। দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত সকলের। গত ৭৫ বছর নষ্ট হয়েছে। আরো ৭৫ বছর নষ্ট করা ঠিক হবেনা! তিনি আরও অভিযোগ করেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন দুই দেশের মধ্যে সম্পর্কের বেশি অবনতি ঘটেছে। তাই ভারতকে বন্ধুত্বে বার্তা পাকিস্তানের তরফে।

গত সপ্তাহের ১৫ই ও ১৬ই অক্টোবর এই দুইদিন পাকিস্তানের সভাপতিত্বে আয়োজন করা হয়েছিল এই SCO সামিট। নিয়ম অনুযায়ী পাকিস্তানের তরফে সমস্ত দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়। গত আগস্টে এরকমই একটা আমন্ত্রণ পত্র ভারত আসে নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু তিনি এই সম্মেলনে যোগ দেননি।অনেক সমালোচনার পর রহস্য ভেদ করে জনা যায় ভারত সামিটে যোগ দেবে তবে ভারতের হয়ে প্রধানমন্ত্রী না গিয়ে পাকিস্তানে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরো পড়ুন: ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে কানাডা, মিলছে ক্ষতির আভাস

ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) কন্ট্রোভার্সি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। প্রায় ৯ বছর পর পাকিস্তানের আমন্ত্রণে কোনো সামিটে যোগ দিলো ভারত। তাই শুরু থেকেই এই সিদ্ধান্ত আরও বেশি করে আলোচনার কেন্দ্রে ছিল। তবে এই সফরে জয়শঙ্করের নিরাপত্তা নিয়েও চিন্তার ভাঁজ দেখা গেছিল বিশিষ্ট মহলে।এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং করমর্দনের ঘটনাও নজর কাড়ে অনেকের। এরই মধ্যে ভারতকে বন্ধুত্বের বার্তা পাকিস্তানের তরফে। তবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সামিটের পর ১৭ই অক্টোবর SCO সামিটের আমন্ত্রিত প্রতিনিধিদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের বাড়িতে একটি নৈশভোজের আয়োজন করেন। সেখানেই জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ভারত বনাম পাকিস্তানের (India Vs Pakistan) ক্রিকেট তথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সফর সম্পর্কে কোনো আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *