চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল পাকিস্তান, বাতিল ফটোশ্যুটও

প্রতিটি আইসিসি ইভেন্টের আগে দলের ক্যাপ্টেনদের নিয়ে ফটোশ্যুটের আয়োজন করা হয়। এবার ব্যতিক্রম ঘটল। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে আলাদা করে পাকিস্তানে কোন উদ্বোধনী অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান বাতিলের পিছনে আসল কারণ কি? জানতে হলে পড়তে থাকুন।

এ বছরের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। আগামী ১৯শে ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা হবে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড খেলা হবে প্রথম দিন। প্রথমে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের তরফ থেকে খেলা সংক্রান্ত কোনো সবুজ সংকেত পাইনি। এজন্য ভারতের খেলা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।  কিন্তু পরে ঠিক হয় হাইব্রিড মডেলে ভারত এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে।

ইতিমধ্যে ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তানের একাধিক স্টেডিয়াম। এর মধ্যে অন্যতম লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। আগামী ৭ তারিখ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই স্টেডিয়ামের উদ্বোধন করতে চলেছে। আগে বলা হয়েছিল, স্টেডিয়াম উদ্বোধনের পরে নাকি জাকজমক করে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, সেই অনুষ্ঠান পাকিস্তানের তরফ থেকে বাতিল করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পেছনে কারণ সম্পর্কে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রতিটি দলের ঠাসা কর্মসূচি থাকে। তাই অধিনায়কদের নিয়ে এবছর ফটোশ্যুটের প্ল্যান ক্যানসেল করা হল।

আরও পড়ুন: ২১ বছরের দাম্পত্য শেষ? স্ত্রী আরতির সাথে বিচ্ছেদের পথে বীরেন্দ্র শেহওয়াগ?

জানা গিয়েছে এবার বেশ কয়েকটি দল নাকি পাকিস্তানে পৌঁছাবে টুর্নামেন্ট শুরুর দিনে। সূত্রের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া ১৯শে ফেব্রুয়ারি পৌঁছাবে পাকিস্তানে। ইংল্যান্ড ঠিক তার আগের দিন পৌঁছাবে। তাই ১৬ই ফেব্রুয়ারিতে উদ্বোধনী অনুষ্ঠানকে বাতিলের সিদ্ধান্ত নিল পাক বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খেলার কিছুদিন আগে পর্যন্ত ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। এবার টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে।

টুর্নামেন্ট শুরুর আর তিন সপ্তাহ বাকি আছে। এসময় আইসিসির চিফ এক্সিকিউটিভ পদ থেকে সরে দাঁড়ালো জেফ অ্যালার্ডাইস। কারণ হিসাবে শোনা যাচ্ছে, এখনো অব্দি নাকি পাকিস্তানের স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়নি। এই ব্যর্থতার জন্যই নাকি পদত্যাগ করলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই বারবার ধাক্কা খেতে হচ্ছে পিসিবিকে। আদৌও চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে নাকি সেই নিয়েই প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *