Champions Trophy: উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, মজা দেখছে ভারত, লাফাচ্ছে পাকিস্তান

Champions Trophy: পাকিস্তান যেতে পারে ভারতীয় ক্রিকেট দলকে, উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, মন্তব্য প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। নামে প্রতিবেশী হলেও শত্রু দেশ বললেই বোধহয় সবথেকে ভালো হয়। রাজনৈতিক মতবিরোধ হোক বা আন্তর্জাতিক লড়াই সবকিছুতেই ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দীতার কথা জানে গোটা বিশ্ব। পাকিস্তানের এই শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে বিশ্বের একাধিক দেশের জাতীয় ক্রিকেট দলই পাকিস্তানে গিয়ে কোন খেলায় অংশগ্রহণ করতে সরাসরি অস্বীকার করে দিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তান যেতে পারে ভারত সহ আরো বেশ কয়েকটি দেশ।

দুই দেশের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, সেই প্রভাব কোনভাবেই পড়বে না ক্রিকেটের ময়দানে। এমনটাই মনে করছে পাকিস্তানের পিএসবির চেয়ারম্যান। এতদিন পর্যন্ত পাকিস্তানের বোর্ড যে চরা সুরে কথা বলতো তা এখন অনেকটাই নরম হয়ে গেছে। তারা রীতিমতো আশাবাদী। পাকিস্তানকে বিশ্বের একাধিক দেশ বয়কট করার পর পাকিস্তানের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পিএসবির তরফ থেকে জানানো হয়েছে, তারা আশাবাদী। শুধু ভারত নয়, সব দেশই আসবে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে।

পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তারা প্রত্যেকটি দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলার জন্য তাদের দেশে স্বাগত জানাচ্ছে। প্রত্যেকটি দলের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা রাখা হচ্ছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। এইবার আর কোনরকম সমস্যার আশঙ্কা নেই। আগের বারের মতন পরিকল্পনা বাতিল করার কোন প্রয়োজন পড়বে না। ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা। তবে এ বিষয়ে বিসিসিআইয়ের মতামত একটু ভিন্ন।

ভারতীয় জাতীয় ক্রিকেট দল কোন দেশে খেলতে যাবে বা আদৌ বিদেশের মাটিতে খেলতে যাবে কিনা এই সিদ্ধান্ত শুধুমাত্র বিসিসিআই নেয় না। সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বিসিসি এর পক্ষ থেকে অনেক দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) খেলার জন্য ভারত আদতে পাকিস্তান যাবে কিনা এই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানানো হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। তাই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিষয়ে ভারতের ভূমিকা কি থাকবে? তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

ভারতীয় জাতীয় দল কোন দেশে কবে যাবে সেই সিদ্ধান্ত যখন কেন্দ্রই নেয়, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ক্ষেত্রেও কেন্দ্রের উপরেই নির্ভর করতে চাইছে বিসিসিআই। তারা পরিষ্কার জানিয়েছে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই মেনে চলবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। যদিও পাকিস্তানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত স্টেডিয়াম তৈরির কাজ খেলার আগেই শেষ করে ফেলা হবে। যদি কোন কাজ বাকি থাকে তবে তা প্রতিযোগিতা শেষ হবার পর করা হবে। প্রতিযোগিতা চলাকালীন কোন স্টেডিয়ামের কাজ হবে না। এমনকি প্রতিটি জাতীয় দলেরই নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *