বর্তমান সময়ে সিনেমার তুলনায় ওয়েব সিরিজগুলি দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ততই সিনেমা দেখার তুলনায় ওয়েব সিরিজ দেখার প্রতি আগ্রহ বাড়াচ্ছে দর্শকরা। আর সেই দর্শকদের চাহিদা অনুযায়ী আসছে একের পর এক দুর্দান্ত ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম একটি ‘পঞ্চায়েত’। সাম্প্রতিক ওয়েব সিরিজপ্রেমীদের কাছে এক সুখবর শোনালো ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। খুব শীঘ্রই সামনে আসছে ‘পঞ্চায়েত’ সিরিজের নতুন সিজন (Panchayat Season 4)। যা নিয়ে আলোচনা তুঙ্গে।
প্রসঙ্গত, ‘পঞ্চায়েত’ সিরিজ দর্শকদের কাছে বেশ নজর কেড়েছে। যে সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম্য জীবনের গল্প। এখনো পর্যন্ত এই সিরিজের ৩টি সিজন সামনে এসেছে। তৃতীয় সিজন দেখার পর থেকেই নয়া সিজনের (Panchayat Season 4) অপেক্ষাতে রয়েছে ‘পঞ্চায়েত’ অনুরাগীরা। আর সেই অনুরাগীদেরই সুখবর শোনালো অ্যামাজন প্রাইম।
সাম্প্রতিক অ্যামাজন প্রাইম তরফে সোশ্যাল মিডিয়ায় শুটিং শুরুর বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। তার সাথে শিরোনামে লেখা রয়েছে ‘পঞ্চায়েত’ সিরিজের বিখ্যাত লাইন “এ ভুটকুন….চার কাপ চায়ে বোল দিয়া যায়”। যা দেখে অনুরাগীদের বুঝতে বাকি নেই যে খুব শীঘ্র আসতে চলেছে ‘পঞ্চায়েত’ সিরিজের নতুন সিজন ‘পঞ্চায়েত সিজন ৪’ (Panchayat Season 4)। সচিবজীর ভূমিকায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। সাথে থাকবেন চন্দন রায়, ফজল মল্লিক সহ অন্যান্যরাও। দেখা যাবে সচিবজী রিঙ্কির দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প। আর কি কি দেখা যাবে এই নতুন সিজনে?
আরো পড়ুন: রাজনীতির পথেই পা বাড়ালেন থালাপথি, ছাড়লেন অভিনয় জীবনও
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজটি শুরু হয় এক শহুরে ছেলের গ্রামে আসা নিয়ে। গ্রাম পঞ্চায়েত ফুলেরায় চাকরির সন্ধানে আসেন এক শহুরে ছেলে। যার নাম সচিব। ফুলেরায় থাকতে থাকতে সেখানের অফিস ঘরই হয়ে যায় সচিবজীর বাসস্থান। নানান সমস্যার সম্মুখীন হন তিনি। সেখানে থাকতে তার ভালো লাগত না। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলায়, গ্রাম পঞ্চায়েত ফুলেরার প্রতি টান তৈরি হয় সচিবজীর মনে। বারংবার গ্রামের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানে ঝাঁপিয়ে পড়ে তিনি। তারপর ধীরে ধীরে গ্রামের প্রধান ও অন্যান্যদের সাথে সচিবজীর বন্ধুত্ব গড়ে ওঠে।
তবে গল্পে ভালো ঘটনার পাশাপাশি খারাপ ঘটনাও থাকে। গল্পে দেখা যায় রাজনীতি, দ্বৈরথ নানান সমস্যা। এছাড়াও দেখা যায় সচিবজীর জীবনের উত্থান-পতনের দৃশ্য। এই সবকিছুর পাশাপাশি গ্রামের প্রধানের মেয়ে রিঙ্কির সাথে ধীরে ধীরে জমে ওঠে সচিবজীর প্রেম। তবে সেই প্রেমও মসৃণ পথে এগোয় না। আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে গড়ে ওঠে প্রেম। শেষ পর্যন্ত এক অজানা ব্যক্তির হাতে প্রধানজীর হত্যা দিয়ে শেষ হয় তৃতীয় সিরিজ। যা প্রশ্ন রেখে যায় সেই অজানা ব্যক্তি কে? আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই বা কি হবে? সেই প্রশ্নেরই উত্তর দেবে ‘পঞ্চায়েত সিজন ৪’ (Panchayat Season 4)। আর সেই উত্তরের অপেক্ষাতেই ‘পঞ্চায়েত’ অনুরাগীরা।