Panchayat Worker Recruitment: মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, রইলো বিশদে

Panchayat Worker Recruitment: রাজ্যে আবারও প্রকাশ হলো মাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি। ব্লকে ব্লকে গ্রাম পঞ্চায়েতে চাকরির আবেদনের সুযোগ। বর্তমানে রাজ্যের ৪টি ব্লক অফিস থেকে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। জেনে নিন এই সুবর্ণ সুযোগের আবেদন করবেন কিভাবে!

পদের নাম:
সামাজিক স্বাস্থ্যকর্মী (আশা কর্মী)

শিক্ষাগত যোগ্যতা:
পঞ্চায়েত কর্মী (Panchayat Worker Recruitment) হিসেবে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ বা কোনো সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা:
সাধারণ প্রার্থীরা নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন।
এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের নূন্যতম বয়স ২২ বছর হলে আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
২. আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. শুধুমাত্র বিবাহিত, বিধবা অথবা ডিভোর্সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের উপায়:
পঞ্চায়েত কর্মচারী (Panchayat Worker Recruitment) পদে আবেদন করার জন্য দুটি পদ্ধতিতে আবেদনপত্র জমা করা যাবে যথা:
১. ড্রপ বক্সে সরাসরি জমা
২. পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো

আরো পড়ুন: রেলের টিটিই হতে চান, জেনে নিন যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও বেতন

আবেদন পদ্ধতি (Panchayat Worker Recruitment):
১. প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট আউট করে নিতে হবে।
২. এরপর নির্ভুল ভাবে আবেদন পত্রটি পূরন করে নির্ধারিত স্থানে একটি পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে।
৩. এরপর আবেদনপত্র যাচাই করে প্রয়োজনীয় নথি সহ একটি মুখ বন্ধ খামে ভরে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে অথবা নিকটবর্তী কোনো পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে দিতে হবে উল্লেখিত ঠিকানায়।

প্রয়োজনীয় নথি:
১. বয়সের প্রমাণপত্র
২. পরিচয় পত্র
৩. রিজার্ভ ক্যাটাগরির সার্টিফিকেট (যদি থাকে)
৪. বিবাহ রেজিস্ট্রেশনের প্রমাণ
৫. ৫ টাকার ডাক টিকিট
৬. বসবাসের প্রমাণপত্র

সময়সীমা:
পঞ্চায়েতের এই কর্মী নিয়োগ (Panchayat Worker Recruitment) প্রক্রিয়ার সময়সীমা রাখা হয়েছে আগামী ৫ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *