ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, ফেব্রুয়ারিতে আট দিন বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার একাংশ

বর্তমানে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদা থেকে বিধাননগর পর্যন্ত চলাচল করে ইস্ট ওয়েস্ট মেট্রো। কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্য দিয়ে মেট্রো চালানো হবে। যাতে অতি অল্প সময়ের মধ্যেই যাত্রীরা বিধাননগর থেকে হাওড়া-ময়দান পর্যন্ত যাতায়াত করতে পারে। এতে করে যাত্রীদের টাকা ও শ্রম দুই বাঁচবে।

এই দুই পৃথক মেট্রো লাইন জুড়তে কয়েক দিন ধাপে ধাপে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, বইমেলা শেষ হলেই এই সিগন্যাল আধুনিকীকরণের কাজ শুরু হবে। এর পাশাপাশি হবে কমিউনিকেশন বেসড সিগন্যালিং সিস্টেমের কাজ। এই কারণেই ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।

যদিও এখনো অব্দি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু ফেব্রুয়ারি মাসে দুই ধাপে বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ফেব্রুয়ারি মাসে মোট আট দিন পরিষেবা বন্ধ রাখার পর কাজের জন্য আরও অতিরিক্ত চার সপ্তাহ মেট্রো পরিষেবা বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: যুগান্তকারী সিদ্ধান্ত পূর্ব রেলের, এবার শৌচকর্মের জন্য বরাদ্দ অতিরিক্ত সময়

কেএমসিআরএলের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল, ৮ই ফেব্রুয়ারি থেকে ২৩শে মার্চ টানা দেড় মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড ও শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। কিন্তু যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টানা দেড় মাস মেট্রো বন্ধ রাখছে না কর্তৃপক্ষ। ধাপে ধাপে বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তবে মার্চ মাসে টানা একমাস বন্ধ থাকতে পারে মেট্রো।

যাত্রী দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ব্যবস্থা নিল রাজ্য সরকার। পরিবহন সূত্রে খবর, যাত্রীদের যাতায়াতের যাতে কোন অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে বেসরকারি বাস মালিকদের সাথে গত বুধবার বৈঠকে বসেছিলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। বৈঠকে স্থির হয়, মেট্রো বন্ধের দিনগুলিতে অতিরিক্ত বাস চালিয়ে পরিবহন পরিষেবা স্বাভাবিক রাখা হবে। মেট্রো চালু হওয়ার কারণে বহু বেসরকারি বাস ক্ষতির সম্মুখীন হয়েছে। বাস মালিকেরা জানিয়েছেন যে, নতুন করে তাদের পক্ষে বাস নামানো এখন সম্ভব নয়। তবে ট্রিপ সংখ্যা বাড়াতে পারেন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *