Howrah-Bandel Branch: হাওড়া-ব্যান্ডেল শাখায় যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, কি ভাবছে রেল

Howrah-Bandel Branch: ইতিমধ্যেই পূর্ব রেল শুরু করে দিয়েছে হাওড়া স্টেশনের অদূরে বেনারস সেতু সংস্কারের কাজ। সেতু সংস্কারের জন্যই বাতিল করতে হচ্ছে বহু ট্রেন, যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। যারা নিত্যযাত্রী তাদের প্রত্যেকদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিভাবে মিটবে এই সমস্যা? যাত্রীদের একাংশ এই দুর্ভোগের কারণে রেলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিচ্ছেন। তারা অভিযোগ জানিয়েছেন যে, টানা ৪২ দিন অনেক লোকাল বাতিল করেছে রেল। যাত্রীদের দুর্ভোগ নিয়ে রেল একেবারেই চিন্তিত নয়। পূর্ব রেল ক্ষোভের মুখেই নতুন ঘোষণা করল। জানেন কি সেই ঘোষণা? তারা জানিয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে।

পূর্ব রেল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের (Howrah-Bandel Branch) মাঝে বেনারস সেতু সংস্কারের জন্য ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লক নিয়ে কাজ শুরু হয়েছে। নিত্যযাত্রীদের যাতায়াতের এই কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে। প্রায় দু’মাস আপ মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। যাত্রীদের হয়রানি হতে হচ্ছে একাধিক লোকাল ট্রেন বাতিলের কারণে। এই অবস্থার উন্নতির জন্য পূর্ব রেল চালু করবে চার জোড়া বিশেষ ট্রেন। ২৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকেই সেই ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

স্পেশ্যাল ট্রেনগুলি কখন ছাড়বে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেনগুলি (Howrah-Bandel Branch) ছাড়বে বিকেল ৫টা ৪৭ মিনিটে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৮টাতে। আবার ব্যান্ডেল থেকে হাওড়া আসার স্পেশ্যাল ট্রেনগুলো ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, ৮টা ২৮ মিনিট এবং ৮টা ৫২ মিনিটে। শুধুমাত্র এই স্পেশাল ট্রেনগুলোই নয়, পূর্ব ঘোষিত সূচি মেনেই আগামী কয়েক দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল করবে।

আরো পড়ুন: এবার নৈহাটি থেকে নবদ্বীপে চালু হতে চলেছে রেল পরিষেবা, মোট বরাদ্দ ৬০,০০০ কোটি

রেল কর্তৃপক্ষ অবশ্য আগেই এই বিষয়ে জানিয়ে দিয়েছে যে, উড়ালপুল তৈরির কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল শাখায় (Howrah-Bandel Branch) ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি বাতিল করা হবে আপ এবং ডাউন মিলিয়ে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল, এক জোড়া শ্রীরামপুর লোকাল। আবার এমন কিছু ট্রেন নির্ধারিত সময়ের খানিক পরে রওনা দেবে গন্তব্যের উদ্দেশে।

২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ৫০ মিনিট পরে, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৫০ মিনিট পরে, মুজফ্‌‌ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এক ঘণ্টা পরে, দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক ঘণ্টা পরে, মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৫ মিনিট পরে, আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার ১০ মিনিট পরে ছাড়বে। প্রায় ছয় দিন ধরে ১০ মিনিট পরে ছাড়বে রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এবং ৩০ মিনিট পরে ছাড়বে গয়া-হাওড়া এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *