Pension scheme New Rule: আগামী বছরের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে পেনশনের নিয়ম, বড় ঘোষণা কেন্দ্রের

Pension scheme New Rule: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর। সরকারের এই নতুন নিয়মে (Pension scheme New Rule) ব্যাংকে ঢুকবে আরও বেশি টাকা। জানা যাচ্ছে কেন্দ্রীয় পেনশন স্কিমে নতুন বছরের প্রথম দিন থেকেই আসতে চলেছে বিরাট বদল। সম্প্রতি সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা CPPS -এর তরফে অক্টোবর মাসের পেনশন হিসেবে জম্মু ও শ্রীনগরের পেনশনভোগীদের জন্য ১১ কোটি টাকা দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে CPPS ব্যবস্থার অধীনে আগামী ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে বেশ কিছু বদল ঘটতে চলেছে। শুক্রবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মণ্ডব্য।এমপ্লইস পেনশন স্কিম ১৯৯৫ অনুযায়ী CPPS নিয়মের পরিবর্তন করে ঠিক করবে যে পেনশনভোগীদের পেনশন (Pension scheme New Rule) শুরু হওয়ার সময় যাচাই করার জন্য তাদেরকে আর ব্যাংকে যেতে হবেনা। এর সাথেই পেনশন রিলিজ করার সময় সাথে সাথেই ওই টাকা সরাসরি একাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

বর্তমানে EPFO তাদের প্রতিটি অঞ্চলিক অফিসে হতে গোনা কয়েকটি ব্যাংকের সাথেই চুক্তি করতে পেরেছে যাদের মাধ্যমে এই অর্থ লেনদেনের কাজ সম্পন্ন হয়। যদি CPPS-এর পেনশন দেওয়ার এই নতুন নিয়ম (Pension scheme New Rule) চালু হয় তবে উপভোক্তাদের শহর পরিবর্তন করা বা ব্যাংক বা ব্যাংকের শাখা পরিবর্তন করেও পেনশন পাওয়ার স্থানান্তরের নোটিশ নিতে হবেনা। বরং ওই ব্যক্তি দেশের যেকোনো প্রান্তের যেকোনো শাখা থেকে পরিষেবা নিতে পারবেন।

আরো পড়ুন: বদলে গেলো KYC করার নিয়ম, কত মাস অন্তর করাতে হবে KYC

প্রসঙ্গত CPPS হলো একটি নতুন পেনশন প্রকল্প (Pension scheme New Rule) যার মাধ্যমে পেনশনভোগীরা দেশের যেকোনো প্রান্তের ব্যাংক শাখা থেকে পেনশন পেতে পারেন। এক্ষেত্রে আলাদা করে একাউন্ট ট্রান্সফার করার প্রয়োজন হবেনা। ফলে দেশের যেকোনো স্থান থেকে নির্ঝঞ্ঝাটে পেনশনের সুবিধা নিতে পারবেন পেনশনভোগীরা।

বর্তমানে যেখানে মাত্র ৩-৪ টি ব্যাংকের মাধ্যমে পেনশন প্রক্রিয়া চলে পরবর্তীতে নতুন নিয়ম চালু হলে পেনশন পাওয়ার ক্ষেত্রে বারবার ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবেনা এবং অবিলম্বে পেনশন পাওয়া যাবে। ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে বর্তমান পেনশনের নিয়মের সামনে CPPS একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *