Business Conflict: ক্যাম্পা কে টেক্কা দিতে, বাজারে ছোট প্যাক লঞ্চ করলো পেপসি এবং কোকাকোলা। অন্যতম জনপ্রিয় ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। প্রায় সবক্ষেত্রেই তার ব্যবসা ছড়িয়ে রয়েছে। বাদ যায়নি পানীয় দ্রব্যের বাজারও। সম্প্রতি পানীয়র বাজারে মুকেশ আম্বানি লঞ্চ করেছেন ক্যাম্পা নামক নতুন একটি পানীয়। যা বাজারে আসতেই রীতিমত সাড়া ফেলেছে। ক্যাম্পা বাজারে লঞ্চ হতেই সমস্যায় পড়েছে কোকাকোলা এবং পেপসির মতন বড় সংস্থাগুলি। এবার ক্যাম্পাকে টক্কর (Business Conflict) দিতে নতুন পরিকল্পনা করল কোকাকোলা এবং পেপসি।
আগে থেকেই চলছিল আলোচনা। ক্যাম্পা লঞ্চ হওয়ার পর সেই আলোচনাই যেন বাস্তবের রূপ পেল। সফট ড্রিঙ্কসের বাজারে নতুন একটি ব্র্যান্ড রীতিমত চ্যালেঞ্জের (Business Conflict) মুখে ফেলে দিয়েছিল পেপসি এবং কোকাকোলার মতো অত্যন্ত জনপ্রিয় পুরনো ব্র্যান্ডগুলিকে। আসলে ক্যাম্পা বাজারে লঞ্চ করা হয়েছিল অনেক কম দামে। পেপসি বা কোকাকোলার তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে ক্যাম্পা। আর এটাই সমস্যার মূল কারণ। বাজারে কম দামি সফট ড্রিঙ্কস পাওয়া গেলে বেশি দামি সফট ড্রিঙ্কস কেনার চাহিদা কমে যাবে। তাই অনেক সংস্থাই নিজেদের প্রোডাক্টের দাম কমানোর কথা ভাবছেন।
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট এর পক্ষ থেকে লঞ্চ করা সফট ড্রিঙ্কস ক্যাম্পা বাাজারে আসতেই সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল পেপসিকো এবং কোকাকোলার মতো বড় ব্র্যান্ডগুলিকে। এবার সেই চ্যালেঞ্জেরই (Business Conflict) উত্তর দিতে চলেছে তারা। ক্যাম্পাকে টক্কর দিতে নতুন পরিকল্পনা নিল এই সংস্থা দুটি। জানা গেছে, মূল প্রোডাক্টের তুলনায় প্রায় ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে এই সংস্থাগুলি। মুকেশ আম্বানি যে কায়দায় তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, অনেকটা সেই কায়দাতেই তারা চ্যালেঞ্জের উত্তর দিলেন।
আরো পড়ুন: ‘জিওহটস্টার’ ডোমেন কিনে বিপাকে দিল্লির প্রযুক্তিবিদ! মামলা দায়ের করল রিলায়েন্স
ভারতীয় সফট ড্রিঙ্কসের বাজার পুরোটাই পেপসিকো বা কোকাকোলার হাতেই রয়েছে। এমনটা বলা খুব একটা ভুল হবে না। সব থেকে জনপ্রিয় সফ্ট ড্রিঙ্কস হিসেবে পরিচিত এই দুটি প্রোডাক্ট। ঠিক এই পরিস্থিতিতেই একটু একটু করে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছিল ক্যাম্পা। কিন্তু ব্যবসায়িক লড়াইয়ে (Business Conflict) কেউই পিছিয়ে পড়তে চায় না। আর সেই কারণেই বেশিরভাগ কোম্পানিই চাইছে নতুন করে বি ব্রান্ড লঞ্চ করতে। কম দামে প্রোডাক্ট বিক্রির মধ্যে দিয়ে ব্যবসা আরও বড় করতে।
ইকোনোমিক্স অফ টাইমসের একটি রিপোর্ট থেকে এমনটাই বোঝা যাচ্ছে। পেপসিকো সংস্থার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে ব্যবসায়িক ক্ষমতা বজায় রাখতে প্রয়োজনে পরিকল্পনা বদল করতে পারে সংস্থা। এমন কোন নতুন পরিকল্পনা নিয়ে আসা হতে পারে যাতে ক্যাম্প যতই কম দামে বিক্রি করা হোক তা পেপসিকোর বাজারকে কোনভাবেই প্রভাবিত (Business Conflict) করতে পারবে না। কোকাকোলার পক্ষ থেকেও এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে কোকাকোলার পক্ষ থেকে ১০ টাকার কাঁচের বোতলের সরবরাহ অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বোতলগুলি ফেরত যোগ্য।