Petrol Pump Income: জ্বালানি তেল এমন একটি পণ্য যার চাহিদা দেশের বাজারে ক্রমাগত বেড়েই চলেছে এবং এর চাহিদা বিশ্বের বাজারে কোনো দিন কম হবেনা। আর এই একই নিয়ম চলছে ভারতের বাজারেও। ক্রমাগত বাড়তি জনসংখ্যা এবং তার সাথে তাল মিলিয়ে বাড়তে থাকা যানবাহনের জন্য দিনে দিনে আরো বেড়ে চলেছে জ্বালানি তেলের চাহিদা। ফলে স্বভাবতই মূল্যও ক্রমাগত বেড়ে চলেছে। তবে শুধু ভারত নয় বিশ্বের সব দেশেই পেট্রলের মূল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।
তবে দেশের সব রাজ্যে প্রেল্ট্রোল বা ডিজেলের মূল্য সমান নয়। কোথাও ৯৫ টাকা প্রতি লিটার খরচে পেট্রোল পাওয়া গেলে কোথাও সেই মূল্য গিয়ে দাঁড়ায় ১০০ টাকার উপরে। গোটা দেশে একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হলেও প্রতিটি রাজ্য সরকারের পক্ষ থেকে ছাপানো হয় আলাদা কর। আর সেই করের উপর নির্ভর করেই দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা মূল্য নির্ধারিত থাকে জ্বালানি তেল বিক্রয়ের ক্ষেত্রে (Petrol Pump Income)।
দেশের খনি থেকে তোলা অথবা বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত পেট্রোলিয়াম তেল পরিশোধন করে মূল্য বেঁধে দিয়ে তুলে দেওয়া হয় ভিন্ন দেশীয় জ্বালানি তেল বিক্রয়কারী সংস্থার হাতে। এরপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মোট চাহিদা অনুযায়ী সেই তেল সরবরাহ করা হয়। এরপর প্রতিটি রাজ্য তাদের বরাদ্দ তেলের উপর কর দিয়ে, পরিবহণ এবং অন্যান্য আনুসঙ্গিক খরচের উপর নির্ভর করে সংস্থাগুলির জন্য দাম নির্ধারণ করে পাঠিয়ে দেয় পেট্রোল পাম্প (Petrol Pump Income) গুলিতে। বলে রাখি এক্ষেত্রে প্রতিটি সংস্থার আলাদা আলাদা পাম্প থেকে থাকে।
আরো পড়ুন: মাত্র ২০ টাকার বিনিময়ে সরকার দেবে এককালীন ২০ লক্ষ টাকার বীমা
জানেন পেট্রোল বিক্রি করে পেট্রোল পাম্পগুলোতে কত টাকা আয় হয়? সাম্প্রতিক বাড়তে থাকা পেট্রোল ডিজেলের দামের উপর কখনও ভেবে দেখেছেন এক লিটার পেট্রোল বিক্রি করলে পাম্পের কত আয় (Petrol Pump Income) হয়! পেট্রোল বিক্রির উপর প্রতিটি পাম্পে দেওয়া হয় আলাদা কমিশন।
হিসেব বলছে প্রতি কিলোলিটার তেল বিক্রি করলে পাম্প মালিকরা ১৮৬৮ টাকা কমিশন পেয়ে থাকেন। কিলোটারের অর্থ প্রতি ১০০০লিটার তেল। সহজে বলতে গেলে ১০০০ লিটার পেট্রোল তেল বিক্রি করলে পেট্রোল পাম্পগুলো (Petrol Pump Income) ১৮৬৮ টাকা কমিশন পেয়ে থাকে। যা প্রতি লিটারের হিসেবে ২টাকা। তবে একই ভাবে রাজ্য ভেদে এই টাকার পরিমাণ কমতে বা বাড়তে পারে।