Post Office: গ্রাহকদের সুবিধা দিতে প্রস্তুত পোস্ট অফিস, পাওয়া যাচ্ছে বেশ কিছু সুযোগ সুবিধা। বিনিয়োগের জন্য সবথেকে সুরক্ষিত উপায় হল পোস্ট অফিসে বিনিয়োগ করা। তাই বেশিরভাগ সাধারণ মানুষই পোস্ট অফিস অথবা ব্যাংকের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষত প্রবীন নাগরিকদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়। তবে আপনি কি জানেন পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রেও পাওয়া যায় একাধিক সুযোগ সুবিধা? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে আলোচনা করা হলো।
পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন পোস্ট অফিসে বিনিয়োগ করা সব থেকে বেশি সুরক্ষিত বলে মনে করা হয়। বিনিয়োগ করা আমানতটি হারিয়ে ফেলার কোন সম্ভাবনাই নেই। কারণ সরকারও পোস্ট অফিসের প্রকল্পগুলিতে সম্মতি দিয়েছে। পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক প্রকল্প রয়েছে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রকল্পের ব্যবস্থা রয়েছে এখানে। মহিলাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।
সঞ্চিত অর্থের দ্বারা আয় করা গেলে তা মন্দ হয় না। সেক্ষেত্রে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের অনেক প্রকল্পে বেশি সুদ পাওয়া যেতে পারে। তাই বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস অনেক বেশি লাভ জনক হয়ে থাকে। পোস্ট অফিসের সব থেকে বড় সুবিধাটা হলো পোস্ট অফিস সব জায়গায় রয়েছে। তাই গ্রাম হোক বা শহর সবার জন্যই এই প্রকল্পগুলি ব্যবহার করা অনেক সহজ হয়। এছাড়াও বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে কর ছাড়ের ব্যবস্থাও থাকে।
আরো পড়ুন: পোস্ট অফিসের এই স্কিম প্রতি মাসে দেবে ২০ হাজার টাকা
বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম সমস্যা হল বিনিয়োগকারীর মৃত্যুর পর সেই অর্থের মালিক কে হবে তা নির্বাচন করা। পোস্ট অফিস (Post Office) তাদের প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে একজন নমিনি বাছাইয়ের অনুমতি দেয় যার মাধ্যমে বিনিয়োগকারীর অবর্তমানে সঞ্চিত অর্থ সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। কোন প্রকার ঝামেলা ছাড়াই। এছাড়াও আপনি চাইলে পোস্ট অফিসের প্রকল্পগুলির উপর ভিত্তি করে ঋণও নিতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলেই যে আপনাকে অনেক পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে তেমনটাও নয়। নূন্যতম অর্থের বিনিময়েও বিনিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন।
বর্তমানে পোস্ট অফিসের (Post Office) বেশ কিছু অ্যাক্সেস পাওয়া যায় অনলাইনে। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের মতন নিজের মোবাইলের মাধ্যমেই পোস্ট অফিস অ্যাকাউন্টেরও অ্যাক্সেস করা যায়। ব্যালেন্স চেক করা থেকে, মানি ট্রান্সফার সবই হয়ে যাবে এক নিমেষে। পোস্ট অফিসের পক্ষ থেকে দুটি জীবন বীমা প্রকল্প অফার করা হয় গ্রাহকদের জন্য। নুন্যতম অর্থের বিনিময়ে জীবন বীমার কভারেজ দেয় এই প্রকল্পগুলি। সব দিক থেকে বিচার করেই বলা যায় পোস্ট অফিসে বিনিয়োগ করা বেশ লাভজনক।