Post Office PPF Scheme: আজকালকার দিনে ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চাইলে সরকারি পোস্ট অফিসগুলি সব থেকে ভালো মাধ্যম। এবার টাকা জমানোর ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটি অতি উল্লেখযোগ্য। প্রতি মাসে স্বল্প টাকার বিনিয়োগে মেয়াদপূর্ণ হলে ষোলো লক্ষ টাকার একটি বিশাল রিটার্ন পেতে পারেন নিরাপদ ভাবে।
পোস্ট অফিসের পিপিএফ স্কিমে (Post Office PPF Scheme) যদি কোনো ব্যক্তি প্রতিমাসে ৫০০০ টাকা করে জমানোর সিদ্ধান্ত নেন তবে বিনিয়োগের মেয়াদ পূর্ণ হলে বার্ষিক ৭.১% সুদে ১৬ লক্ষ টাকার বেশি রিটার্ন পাওয়া যাবে।
PPF একাউন্ট খোলার ক্ষেত্রে কোনরকম মানদণ্ড রাখা হয়নি। অর্থাৎ সমাজের সব স্তরের এবং সব বয়সী মানুষ এই স্কিমে (Post Office PPF Scheme) একাউন্ট খুলতে পারবেন। এবং প্রতি ব্যক্তিপিছু একটি মাত্র একাউন্ট খোলা যাবে। এখানে দ্বৈত একাউন্ট খোলার কোনো নিয়ম রাখা হয়নি। শুধুমাত্র নাবালকের জন্য একাউন্ট খোলা হলে তার আইনি অভিভাবক এই একাউন্ট পরিচালনা করতে পারবেন। অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই একাউন্ট খোলা গেলেও আজ বর্ণনা করা হলো অফলাইন পদ্ধতিটি। এই পদ্ধতিতে একাউন্ট খুলতে কাছাকাছি যেকোনো পোস্ট অফিসে গিয়ে আবেদনপত্র পূরন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে এবং KYC নথি হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে। এরপর চেক ও ড্রাফট পদ্ধতিতে নির্ধারিত অর্থ জমা করে দিতে হবে।
আরো পড়ুন: এক বছরে ২০৬% রিটার্ন! দিওয়ালিতে বিনিয়োগের জন্য দারুন শেয়ার এটি
এক্ষেত্রে এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর ধারা ৮০(সি) মেনে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হবে। এছাড়া একটানা ৩ বছর টাকা জমা করলে ওই জমা টাকার উপর এই স্কিমে ঋণও পেতে পারেন। এই স্কিমে টাকা জমা করারও এখন অনেক সুবিধা করে দেওয়া হয়েছে। আগে লাইন দিয়ে দাঁড়িয়ে তবেই টাকা জমা করা যেতো কিন্তু বর্তমানে অনলাইনে নিজের মোবাইল দিয়েও টাকা দেওয়া যায়। এর জন্য IPPB অ্যাপ ডাউনলোড করে ব্যাংক একাউন্ট যোগ করে নিতে হবে এরপর PPF একাউন্টটি লিংক করে অর্থ প্রদান করা যায়।
এই স্কিমে প্রতি মাসে ৫০০০ টাকার একটি বিনিয়োগ করলে যদি ওই ব্যক্তি ১৫ বছর ধরে একটানা বিনিয়োগ করে যান তবে ৯ লক্ষ টাকার বিনিয়োগ করতে পারেন। এবং এর উপর ৭.১% সুদের হারে ৭ লক্ষ ২৭ হাজার ২৮৪ টাকা পাওয়া যায় সুদ হিসেবে। অর্থাৎ মোট ১৬ লক্ষ ২৭ হাজার ২৮৪ টাকার একটি বড় টাকার রিটার্ন পাবেন।