Bullet Train: দেশের যাতায়াত মাধ্যমের অন্যতম ব্যস্ত সাশ্রয়ী যাতায়াত মাধ্যম হলো রেল মাধ্যম। অন্যদিকে যে মাধ্যমকে ভারতের লাইফ লাইন বলা হয়। যা অত্যন্ত সাশ্রয়ী এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করে যাত্রীদের। ফলেই যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন বন্দোবস্ত করছে ভারতীয় রেল। তেমনি সম্প্রতি দূরত্ব ভ্রমণের জন্য যাতায়াত আরো দ্রুত করতে নতুন ট্রেনের পরিকল্পনা ভারতীয় রেলের। প্রস্তুতি চলছে বুলেট ট্রেন চালানোর। কোথা থেকে কোথা পর্যন্ত চলবে? মাঝে কোন কোন স্টেশন পড়বে? কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
কোন রুটে চলবে বুলেট ট্রেন (Bullet Train)
প্রসঙ্গত লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি যাত্রীদের দ্রুত দেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল চালু করেছে বন্দে ভারত। তবে এর থেকেও আরো দ্রুতগতিতে যাত্রীদের নিরাপদ ভালো সুবিধা দিতে পরিকল্পনা করেছে বুলেট ট্রেন (Bullet Train) চালু করার। আর তার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে এই দুরন্ত ট্রেন চালানোর রুটের তালিকা। শুরু হয়ে গিয়েছে এলিভেটেড ট্র্যাক তৈরির জন্য জমি জরিপ কার্য। যার দায়িত্বে রয়েছেন টিলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড। কোন রুটে চালানোর পরিকল্পনা বুলেট ট্রেনের?
বুলেট ট্রেন (Bullet Train) চালানোর পরিকল্পনা
খবর অনুযায়ী, ভারতীয় রেল কর্তৃপক্ষ বারাণসী থেকে হাওড়া পর্যন্ত এই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন। যা প্রধানত প্রধানত পূর্ব ভারতের মুখ্য শহর বক্সার, বিহার, পাটনা, ধানবাদ, কলকাতা, গয়া এই সমস্ত শহরের উপর দিয়ে ছুটবে। বিহারের প্রায় ২৮টি গ্রামের উপর দিয়ে ছুটবে এই ট্রেন। যার ফলে প্রাথমিকভাবে বক্সার, পাটনা, গয়া এবং বিহারের ৫টি স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরে স্টেশন তৈরি করা হবে আরা ও জেহানাবাদের স্টেশনগুলি।
আরও পড়ুন: পিছিয়ে দেওয়া হল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল
চলছে জমি জরিপের কাজ
তবে এই বুলেট ট্রেন (Bullet Train) চালানোর জন্য প্রাথমিক পর্যায়ে একটি এলিভেটেড ট্র্যাক তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে জমি জরিপের কাজ। প্রায় ৭৭.৩ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। বারাণসী টু হাওড়া পর্যন্ত রুট হবে প্রায় ৭৬০ কিলোমিটার। কত কিলোমিটার বেগে ছুটবে বুলেট? কোন কোন গ্রাম অতিক্রম করবে এই দুরন্ত ট্রেন?
বিহারের যেসব গ্রামের উপর দিয়ে ছুটবে ট্রেন
ভারতীয় রেল সূত্রে খবর বারাণসী টু হাওড়া রুটে চালু হতে চলা এই বুলেট ট্রেনের (Bullet Train) স্পিড হবে ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। বিহারের যে গ্রামের উপর দিয়ে এই ট্রেন ছুটবে সেই গ্রামগুলি হল শাদিপুর, দেওড়া, মিলকি, জৈতপুর কুরওয়া, বিষ্ণুপুর ওকরি, চারুই, মোহাম্মদপুর আবদাল, কিস রামপুর, পিউতা, গান্ধার, বন্ধুগঞ্জ, শাহপুর, কোরমান, সমরবন্দ, ভরথু, দামোয়া, নন্দনা, ডুমরি, শর্মা, সিসরা, গিঞ্জি, কৈরওয়া, সুকিয়ামা, নর্মা, বাউরি, দিহুরি, তিরা এবং ঢোল বিঘা। যার জন্য ওই গ্রামে তৈরি করা উঁচু রেলপথ এবং রাস্তা। মূলত প্রাথমিকভাবে বারাণসী থেকে হাওড়া পর্যন্ত এই লাইন করা হবে। তারপর এই লাইন প্রসারিত করা হবে দিল্লি পর্যন্ত। ফলে এই ট্রেন চালু হলে হাওড়া থেকে জেহানাবাদে পৌঁছানো যাবে দু’ঘণ্টার কম সময়ে।