Sheikh Hasina: পদত্যাগ করেননি শেখ হাসিনা! বিস্ফোরক দাবি বাংলাদেশের রাষ্ট্রপতির

Sheikh Hasina: বাংলাদেশে (Bangladesh) ছাত্র আন্দোলন ও কোটা সংস্কারের সূত্র ধরে রাজনৈতিক উথাল পাথাল হয়ে ওঠে। যার জেরে প্রায় সাড়ে তিন মাস আগে দেশ ছাড়তে হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এতো গুলো দিন কেটে যাওয়ার পর এখন সম্প্রতি কালে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করছেন যে হাসিনার পদত্যাগ পত্র তাঁর কাছে নেই।

মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিলো বাংলাদেশের (Bangladesh) রাজনীতি। শয়ে শয়ে সাধারণ মানুষ প্রাণ হারান এই ঘটনায়। দেশ শাসন করতে ব্যর্থ হয়েছেন বলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন সাধারণ মানুষেরা। এরপর ৫ই আগষ্ট অর্থাৎ প্রায় তিন মাস আগে বাধ্য হতে বাংলাদেশ ছাড়েন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina)। কিন্তু এতদিন পর প্রশ্ন উঠছে তার পদত্যাগ নিয়ে! বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন দাবি করছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেও এমন কোনো পদত্যাগের নথি এখনও পর্যন্ত তাঁর কাছে এসে পৌঁছায়নি।

শেখ হাসিনার (Sheikh Hasina) দেশ ছেড়ে চলে আসার পরই সেই দেশের তৎকালীন সেনা প্রধান ওয়াকার উজ-জামান জানান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। সেই সময়েই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করে দেশ ছাড়েননি। অর্থাৎ পদত্যাগের খবরটি মিথ্যে। তিন মাস পর হাসিনার ছেলে জয়ের কথাই সত্যি প্রমাণিত হলো। এখনও অবধি এই বিষয়ে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার কোনো মন্তব্য প্রকাশ করেনি।

আরো পড়ুন: ইজরাইলের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা! কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ?

ওই দেশের রাষ্ট্রপতি দেশের মানবজমিন নামের এক সংবাদ পত্রের সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেন তিনি। তিনি আরো জানিয়েছেন তাঁকে কিছু জানানো হয়নি এমনকি সেনা প্রধানও বিশেষ কিছু উত্তর দিতে পারেননি তাঁকে। তিনি আরও যোগ করে বলেন তিনিও পদত্যাগের (Sheikh Hasina) কথা শুনেছেন তবে এবিষয়ে কোনো সরকারি নথি তার কাছে নেই। পরে মন্ত্রী পরিষদের এক সচিব বাংলাদেশের (Bangladesh) প্রেসিডেন্টের কাছে পদত্যাগ পত্রের কপি সংগ্রহে গেলে তিনি কোনো নথি দেখাতে পারেননি।

বাংলাদেশের নিজস্ব সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে লিখিত ইস্তফা জানিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো যায়। তবে এক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই কারণ প্রধানমন্ত্রী হাসিনা (Sheikh Hasina) দেশ ছেড়েছেন। তবুও ঝামেলা এড়াতে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *