Banana in Auction: আমেরিকায় অবাক কান্ড! নিলামে একটি কলার দাম উঠলো ৫২ কোটি টাকা

Banana in Auction: এই পৃথিবীতে এমন কত অদ্ভুত ঘটনা ঘটে যার হিসেব কারো কাছে নেই। তবে শুধুমাত্র একটি কলার দাম যে ৫২ কোটি টাকা হয় সেটি হয়তো অনেকে কল্পনাও করতে পারেনা। তবে এটাই হয়েছে। এরকমই একটি বিরল ঘটনার সাক্ষী থাকলো আমেরিকার নিউ ইয়র্ক শহরের মানুষরা।

একটি মাত্র কলার দাম ৫২ কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আমেরিকার মাটিতে এই খবর এখন রীতিমতো হুলস্থূল ফেলে দিয়েছে। জানা যাচ্ছে এই কলাটি (Banana in Auction) বিক্রি হয়েছে ৬.২ মিলিয়ন ডলারে যা ভারতের মুদ্রায় প্রায় ৫২ কোটি থাকা। কথায় আছে শিল্পের মর্ম সকলে বোঝেন না। আর এই প্রবাদই এবার বাস্তবায়িত হলো।

ছবির মান যখন শীর্ষস্থানে থাকে তবে তার দাম যে আকাশ ছোঁয়া হবে একটা অস্বীকার করা যায়না। সাধারণ চোখে নিতান্তই মনে হবে দেয়ালে আটকে রয়েছে একটি কলা। আর এই ধরনের একটি ছবিই বিক্রি হলো পাহাড় সমান দামে। এই ঘটনার সাক্ষী থাকলো নিউ ইয়র্কবাসি! শুধু তাই নয় ছবি কেনা নিয়ে মানুষের মধ্যে এদিন বেশ উত্তেজনা ধরা পড়ল। অনেকে আরও বেশি দাম দিতেও প্রস্তুত ছিলেন।

আরো পড়ুন: জনপ্রিয় এই স্টেশনের নাম শুয়োর থেকেই হয়েছে নাকি রয়েছে অন্য রহস্য

এই জন্যই একটা কলার ছবি বিক্রিতে ডাকা হয়েছিল নিলাম (Banana in Auction)। একটি কলার ছবিই বিক্রি হলো ভারতীয় টাকার ৫২ কোটিতে। তবে এই ছবিটির এত দাম কেনো জানলে যেকেউ অবাক হবেই! এর আগেও এই ধরনের একটি ছবি চড়া দামে বিক্রি হয়েছিল। এর অর্থ হলো দেয়ালে আটকানো কলাটি নকল নয়। এটাকে সরিয়ে নিজের ইচ্ছেমত জায়গায় রাখা যাবে।

তবে এর দাম নিয়ে একটা খটকা থেকেই যাচ্ছে। এতো মূল্যের কারণ হিসেবে বলা যেতে পারে এই ছবিটি এত বিখ্যাত হওয়ার কারণ এটি ইতালির বিখ্যাত চিত্র শিল্পী ম্যাওরোজিও ক্যাটালেন এঁকেছেন। ছবিটির নাম দিয়েছেন কমেডিয়ান। প্রথমে ১.৫ মিলিয়ন থেকে নিলামে ৬.২ মিলিয়ন টাকা দামে বিক্রি হয় কমেডিয়ান ছবিটি। বলা হয় ছবিটি দরজায় থাকলে বাড়িতে শান্তি বিরাজ করবে। সুস্বাস্থ্যের অধিকারী হবে পরিবারের সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *