Primary Teachers Recruitment: শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ কাউন্সেলিং! জেনে নিন কবে থেকে!

Primary Teachers Recruitment: এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় আপডেট দিলো স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু করার সম্পর্কে বড় ঘোষণা করা হলো। শোনা যাচ্ছে আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই শিক্ষক কাউন্সেলিং পর্ব। যেসব প্রার্থীরা উচ্চ প্রাথমিক বিভাগের এই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য যোগ্য নির্বাচিত হয়েছেন তাঁরা ডাক পাবেন।

তবে এর জন্য SSC ওয়েবসাইট থেকে দেওয়া ইন্টিমেশন লেটারটি প্রার্থীদের ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রকাশিত লিস্ট অনুযায়ী আগামী নভেম্বরের ১১ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে এই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পরীক্ষা। এর মাধ্যমে যোগ্য এবং নির্বাচিত প্রার্থীরা শিক্ষক নিয়োগের (Primary Teachers Recruitment) আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে।

পরীক্ষা এবং ফল প্রকাশের দীর্ঘ ৮ বছর পর গত ৩রা অক্টোবর থেকে শুরু হয় প্রথম স্তরের উচ্চ প্রাথমিক কাউন্সেলিং। দুর্গাপুজোর আগে মোট দুটি ভাগে এই প্রক্রিয়া চলে। প্রথম পর্যায়ে ১৮৩ জন কাউন্সেলিংয়ের ডাক পান। দুই দফায় মোট ২৫৪ জন প্রার্থীকে ডাকা হয়। যাঁর মধ্যে নিয়োগ নেননি মোট ৬৮ জন।

আরো পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! খুব শীঘ্রই বাস্তবায়িত হবে লক্ষ্মীর ভান্ডারের নয়া পরিকল্পনা

এবার আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং। যেখানে সব মিলিয়ে মোট ৮০৯১ জন প্রার্থীকে যোগ্য নির্বাচন করা হয়েছে। দুই বারের এই কাউন্সেলিংয়ের মাধ্যমে মোট ৮,৭৪৯ জন প্রার্থীকে উচ্চ প্রাথমিক চাকরির (Primary Teachers Recruitment) ক্ষেত্রে ডাক দেওয়া হয়েছে।

বলে রাখি চলতি বছরের গত ২৮শে আগষ্ট হাইকোর্টের বিচার বিভাগীয় কমিটি থেকে মেধা পরীক্ষা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতোই ২৫শে সেপ্টেম্বর প্রকাশ পায় মেধা তালিকা। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয় ১৪,০৫২ জন প্রার্থী নিয়োগ করতে হবে পুরানো বিজ্ঞপ্তি অনুযায়ী (Primary Teachers Recruitment)। এর মধ্যে তথ্য গরমিলের কারণে বাদ পড়েন ৯৬ জন প্রার্থী। আর বাকি প্রার্থীদের ডাকা হয় কাউন্সেলিংয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *