Site icon লোকাল সংবাদ

মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পরনে রয়েছে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা

নরেন্দ্র মোদি

Public Domain

গঙ্গা, যমুনা, সরস্বতী- এই তিন নদীর পবিত্র সঙ্গমস্থল প্রয়াগরাজ। ১২ বছর অন্তর অন্তর আসে এই পুণ্য তিথি। ১৪৪ বছর বাদে এবছর সূর্য, চন্দ্র,বৃহস্পতি, পৃথিবী একই সরলরেখায় আসছে, যা অত্যন্ত শুভ যোগ বলে মনে করছেন সাধুরা। শুধুমাত্র দেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর ভক্ত সমাগম ঘটে এই কুম্ভ মেলায়। মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতে পুণ্য স্নান করে মোক্ষের পথ প্রস্তুত করতে চান পুন্যার্থীরা।

একের পর এক বিপর্যয় হয়ে যাচ্ছে মহাকুম্ভ মেলায়। ইতিমধ্যেই পদপিষ্ট হওয়ার ঘটনা আমাদের সকলের নজর কেড়েছে। এছাড়াও প্রয়াগরাজের তাবুতে আগুন লাগা থেকে গ্যাস বেলুনে পুন্যার্থী ঝলসে যাওয়ার ঘটনা তো আছেই। এরই মধ্যে মহাকুম্ভ মেলায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেক মানুষের জমায়েত হয়েছিল সেদিন। স্নান করার সময় নদীতে কয়েক ডুব দেন মোদি। পাশাপাশি চারিদিকে নমস্কারও করেন তিনি। সেখানে দাঁড়িয়ে রুদ্রাক্ষের মালাও জপ করেন। সেসময় তার পরনে ছিল গেরুয়া বসন।

এদিন প্রয়াগরাজে পূন্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে যোগী আদিত্যনাথের সাথে বোটে করে সঙ্গমে যান তিনি। যোগীর সাথে জলজানে ঘুরে দেখেন ত্রিবেণী সঙ্গম এলাকা। তারপর পুণ্যসলিলে তিনি মাথা ডোবান। লাল কার্পেটে বিছানো পথে মোদিকে অভ্যর্থনা জানান ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করা নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন: চীন আমেরিকার পর আসতে চলেছে ভারতের নিজস্ব এআই মডেল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

নরেন্দ্র মোদির মহাকুম্ভে এই স্নানের পিছনে বিশেষ মাহাত্ম্য আছে। সূত্রের খবর অনুযায়ী, এই দিন ছিল পুন্য তিথি। মহাভারত অনুসারে নাকি এই দিনেই প্রাণ ত্যাগ করেন ভীষ্ম। তাই স্নানের জন্য এই দিনটি বেছে নিয়েছিলেন তিনি। আগে গত বছরে ১৩ই ডিসেম্বর প্রয়াগরাজ সফরে গিয়েছিলেন মোদি। সাড়ে ৫ হাজার কোটি টাকার ১৬৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মোদি সরকার। পাশাপাশি পুন্যার্থীদের নিরাপত্তায় জোর দেওয়ার কথাও বলেছেন বারবার।

তবে বিরোধীরা আবার মহাকুম্ভে মোদির স্নান নিয়ে অন্য কথা বলছে। বুধবার দিল্লিতে ভোট ছিল আর এই দিনই স্নান সারলেন নরেন্দ্র মোদি। তারা এর মধ্যে যোগসূত্র স্থাপনের কথা ভাবছেন। তবে প্রধানমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে, মোদি সব কাজই তিথি, নক্ষত্র দেখেই করেন। তাই রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে লোকসভা নির্বাচনের আগে মনোনয়ন পাশ তিথি, ক্ষন দেখে করতে ভালোবাসেন তিনি। সাধুসঙ্গও বিশেষ পছন্দ করেন মোদি সরকার। মোদীর বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন অনেক সাধু সন্ন্যাসীরা।

Exit mobile version