Tank: তীব্র গরমেও কনকনে ঠান্ডা থাকবে ট্যাঙ্কের জল, জেনে নিন গোপন টিপস

Tank: যত দিন যাচ্ছে ততই বাড়ছে সূর্যের চোখ রাঙানি। চলতি বছরে প্রায় ৫০ ডিগ্রি পার করবে তাপমাত্রা। ইতিমধ্যেই বহু জায়গায় পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। যার ফলে ভিড় লেগে গিয়েছে ঠান্ডা যন্ত্রের দোকানগুলিতে। তবে এসি বা এয়ার কুলারের ঠান্ডায় ঘরের ভেতর থাকলেও তীব্র গরমে ট্যাঙ্কের জলে হাত ধুতে গেলে লাগছে ছ্যাঁকা। মনে হচ্ছে যেন ফুটন্ত জল। তবে এই গরমে আর থাকবে না ছাদের ট্যাঙ্কের জল গরম। হবে ফ্রিজের মতো কনকনে ঠান্ডা। আজকের প্রতিবেদনে সেই জল ঠান্ডা রাখারই চরম কিছু পদ্ধতি জানানো হল। চলুন জেনে নেওয়া যাক।

ট্যাঙ্কের রঙের পরিবর্তন

বিভিন্ন রংএর মধ্যে কালো রং সূর্যের সবথেকে বেশি প্রিয়।.ফলে সূর্যালোক এই কালো রং বেশি শোষণ করে। তাই দেখবেন যে সব জলের ট্যাঙ্কের (Tank) রং কালো রঙের সেই সব ট্যাঙ্কের জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।.তাই অবশ্যই তীব্র গরমে ট্যাঙ্কের জল যাতে খুব বেশি গরম না হয় তার জন্য কালো রংয়ের পরিবর্তে সাধারণের ট্যাঙ্ক ব্যবহার করুন। সব থেকে ভালো হয় ট্যাঙ্কের রং সাদা করে দিতে পারলে।

ট্যাঙ্কের (Tank) কভার ব্যবহার

এছাড়াও চরম দাবদাহের সময়ে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার আরো এক বিশেষ উপায় হল ট্যাঙ্কে কভার পরানো। ট্যাঙ্কের মধ্যে যে গরম জল জমে থাকে তা অপসারণ করার জন্য প্লাস্টিকের কভার ব্যবহার করা উচিত। একটু দাম দিয়ে ভালো মানের প্লাস্টিক কভার কিনে ট্যাঙ্কে জড়িয়ে দিলে তা ট্যাঙ্কের জল গরম হওয়া থেকে বাঁচাতে পারে। তবে এই পদ্ধতিতে একটু খরচ হতে পারে।

আরও পড়ুন: লিওনার্দো দ্য ভিঞ্চির ছবির সুড়ঙ্গের মিলল হদিশ, কিভাবে হলো সমাধান?

ছায়াযুক্ত স্থানে ট্যাঙ্ক

প্রায় বহু বাড়িতেই খোলা ছাদে এমন জায়গায় জলের ট্যাঙ্ক থাকে যেখানে সূর্যালোক তীব্রভাবে পড়ে। যার কারণে খুব তাড়াতাড়ি ট্যাঙ্কের জল গরম হয়ে যায়। তাই এমন কোনো জায়গায় ট্যাঙ্ক রাখুন যেখানে সূর্যালোক না পরে। ছায়াযুক্ত স্থানে ট্যাঙ্ক (Tank) রাখার পাশাপাশি পারলে ট্যাঙ্কের চারপাশে কিছু ঝোপঝার বা গাছপালা লাগিয়ে দেন। তাহলে দেখবেন তা ট্যাঙ্কের জলকে বেশ ঠান্ডা রাখছে।

পাটের বস্তার ব্যবহার

ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার এক মোক্ষম উপায় হল পাটের বস্তার ব্যবহার। এই উপায় অবলম্বন করলে সূর্যালোক ট্যাঙ্কের জলকে গরম করতে পারবেনা। লাগবে একটু পরিশ্রম আর সামান্য কিছু খরচ। এই চরম গরমে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখতে পাটের বস্তা কিনুন। তারপর তা ভিজিয়ে ট্যাঙ্কের বাইরেটা পুরোটা ঢেকে দিন। এতে সূর্যালোক তাপ প্রয়োগ করতে পারবে না। তবে মাঝে মাঝে বস্তাগুলি একটু শুকিয়ে গেলে জলে ভিজিয়ে দিয়ে যেতে হবে।

শেডের নীচে ট্যাঙ্ক

৫০ ডিগ্রী গরমেও ট্যাঙ্কের জল থাকবে স্বাভাবিক এবং ঠান্ডা। তবে এর জন্য জলের ট্যাঙ্কি ছাদে কোনো শেডের নিচে রাখতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে সেই দিকে সূর্যের আলো না পড়ে। তাহলেই দেখবেন ট্যাঙ্কের (Tank) জল খুব বেশি গরম হবে না। সমস্ত কাজেই স্বাভাবিকভাবে সেই জল ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *