Pushpa 2: ছবি মুক্তির আগেই দ্বিগুণ আয় করল “পুষ্পা টু”, জানুন এই আয়ের রহস্য

Pushpa 2: ছবি মুক্তির আগেই দ্বিগুণ আয় করল “পুষ্পা টু”, জানুন এই আয়ের রহস্য। অত্যন্ত জনপ্রিয় দক্ষিণী ছবি “পুষ্পা”। প্রথম ছবিটি এতটা জনপ্রিয়তা লাভ করে যে তারপর থেকেই সিকোয়েন্স নিয়ে আসার জন্য চলছিল আলোচনা। সবশেষে আলোচনার অবসান ঘটিয়ে আসতে চলেছে পুষ্পার সিকোয়েন্স পুষ্পা ২ (Pushpa 2)। এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু তার আগেই প্রায় ১০০০ কোটি টাকা লাভ করেছে ছবি নির্মাতারা। ছবি মুক্তি পাবার আগেই খরচের চেয়ে দ্বিগুণ লাভ করে নিয়েছেন নির্মাতারা।

এক কথায় ছবিটি মুক্তি পাবার আগেই ব্লকবাস্টার হিট করে গেছে। তথ্য সূত্রে, জানা গেছে পুষ্পা টু (Pushpa 2) তৈরি করতে খরচ হয়েছিল ৫০০ কোটির কাছাকাছি। কিন্তু মুক্তি পাবার আগেই ছবিটির বিভিন্ন স্বত্ব বিক্রির মধ্যে দিয়ে নির্মাতারা আয় করেছেন ১০০০ কোটির বেশি টাকা। যা খরচ হয়েছে সেই টাকা তো ফিরে এসেইছে উপরন্ত অতিরিক্ত আয় দিয়েছে এই ছবি। মুক্তি পাবার আগেই যে ছবি থেকে এত আয় হচ্ছে মুক্তি পাবার পর এই ছবি কতটা আই নিয়ে আসবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

শোনা যাচ্ছে পুষ্পা ২ (Pushpa 2) এর নির্মাতারা নাকি এই ছবিটিকে বিভিন্ন ভাষায় তৈরি করার স্বত্ব বিক্রি করেছেন। শুধুমাত্র এই স্বত্ব বিক্রীর মধ্যে দিয়েই ৬৬০ কোটি টাকা উপার্জন করেছেন তারা। তার মধ্যে শুধুমাত্র তেলেগু ভাষায় ছবিটিকে তৈরি করা জন্য স্বত্ব বিক্রি হয়েছে ২২০ কোটি টাকায়। এবং হিন্দি ভাষায় তৈরি করার স্বত্বটি বিক্রি হয়েছে ২০০ কোটি টাকায়। আন্তর্জাতিক পরিবেশনের ক্ষেত্রে স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি টাকায়। তামিল ভাষায় ছবিটিকে তৈরি করার জন্য ৫০ কোটি টাকার স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা।

আরো পড়ুন: আইনি নোটিশ গেল ঐশ্বর্যের কাছে! শেষমেষ বিচ্ছেদ বিতর্কই কি সত্যি?

শুধুমাত্র অন্যান্য ভাষায় ছবি তৈরি করা নয়, বিক্রি করা হয়েছে আরো একাধিক বিষয়ের স্বত্ব। পুষ্পা ২ (Pushpa 2) এর সংগীতের স্বত্ব বিক্রি করা হয়েছে ৪২৫ কোটিতে। এছাড়া একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে এই ছবিটিকে প্রকাশ করার স্বত্ব বিক্রি করা হয়েছে ২৭৫ কোটি টাকায়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে সংগীত ও স্যাটেলাইটের স্বত্ব বিক্রি করা হয়েছে ৬৫ থেকে ৮৫ কোটি টাকার মধ্যে।

ছবি মুক্তির আগেই তার স্বত্ব বিক্রি হয়ে যাওয়া বর্তমানে খুবই সাধারণ একটি বিষয়। তবে কোন ছবি মুক্তির আগে শুধুমাত্র স্বত্ব বিক্রির মধ্যে দিয়ে এত টাকা উপার্জন করতে পারেনি এখনও পর্যন্ত। ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা ছবিটি। সেই সময় এই ছবিটি বক্স অফিসে সব থেকে বেশি টাকা উপার্জন করেছিল। এরপর ২০২৪ সালের আগস্ট মাসে পুষ্পা ২ (Pushpa 2) মুক্তি পাবার কথা ছিল। কিন্তু বিশেষ কিছু কারণেই তা সম্ভব হয়নি। আগামী ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে চলেছে। মুক্তি পাবার আগেই যে ছবি এত টাকা উপার্জন করেছে মুক্তি পাবার পর তার আয় ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই লক্ষ্য গোটা দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *