Pushpa 2 Effect: গত ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছে একসাথে চারটি বাংলা সিনেমা যার মধ্যে রয়েছে সন্তান, খাদান, ৫ নম্বর স্বপ্নময় লেন ও চালচিত্র। কিছু দিন আগে মুক্তি পেয়েছে অল্লু অর্জুনের অভিনয় করা পুষ্পা ২। আর এই ছবির জন্যই সিঙ্গেল স্ক্রিনে জায়গা হচ্ছেনা বাংলা ছবিগুলোর। বুধবার এই নিয়ে দেব লিখেছেন অগ্রিম বুকিং শুরু না করতে পেতে তিনি দুঃখিত। তবে শো না পাওয়ার জন্য দায়ী অন্যান্য ছবিগুলিও দায়ী। এই পোস্টের পরেই কুণাল ঘোষ একটি পোস্টের মাধ্যমে বাংলা ছবির প্রয়োজনীয়তা নিয়ে বলেন।
রাজ চক্রবর্তীর ছবি সন্তান মুক্তি পেয়েছে গত ২০শে ডিসেম্বর। অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী প্রমুখ। এখনও বাংলার একটিও সিঙ্গেল স্ক্রিনে জায়গা পায়নি এই ছবিটি। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজ জানান, উত্তর কলকাতার স্টার মলে জায়গা হলেও দক্ষিণ কলকাতায় সন্তান ছবিকে সুযোগ দেওয়া হয়নি। এরপর থেকে সমাজ মাধ্যমে চলছে জোর কদমে চর্চা তবে কি বাংলায় পুষ্পা এফেক্টেই (Pushpa 2 Effect) কাবু বাংলা সিনেমাগুলো, উঠছে প্রশ্ন। এদিন হল মালিকদের উপরেও সমস্ত পরিচালকদের হয়ে তোপ দাগেন রাজ।
বাংলার বড় বড়ো সমস্ত হলেই চলছে পুষ্পা ২ এর ব্যবসা। এর প্রকোপ পড়েছে বাংলা ছবির উপর। বেশিরভাগ হলে দুটি মাত্র বাংলা ছবি জায়গা করতে পেরেছে। বাকি দুটি শো পায়নি। এক্ষেত্রে অনেক বিশিষ্ট ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, দক্ষিণী ছবি পুষ্পা ২-এর আধিপত্য (Pushpa 2 Effect) বাংলার উপর এতটাই বেশি হয়েছে যে বাংলা ভাষার ছবিগুলো তাদের যোগ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। হল মালিকদের উদ্দেশ্যেও বলা হচ্ছে যে, বাংলা ছবি যে তাদের সারা বছরের ব্যবসার খেয়াল রাখে সেটা যেন তারা ভুলে না যায়।
আরো পড়ুন: ১০০০ কোটির ক্লাবে পুষ্পা ২, তালিকায় রয়েছে আর কোন ছবি
আরো একটি বিষয়ে আলোকপাত করে প্রবিরবাবু বলেন, ছবি মুক্তির আগে তিনি অনেকবার বলেছিলেন যাতে একসাথে চারটি বাংলা ছবির মুক্তি না দেওয়া হয়। পুষ্পা ২ (Pushpa 2 Effect) যে পরিমাণ ব্যবসা বাংলায় করছে তা দেখে একটু ভাবা উচিত ছিল যে একসাথে এতগুলো বাংলা ছবি রিলিজ করা হবে কিনা। চলতি সপ্তাহটি ছিল পুষ্পা ২-এর দ্বিতীয় সপ্তাহ। এর পরের সপ্তাহটা কাটবে উৎসবে। ফলে ছবি রিলিজের আগে এডজাস্ট করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে ডিস্ট্রিবিউটররা রাজি না হলে কিছু করার থাকেনা।
এদিকে বাংলা ছবির হল পাওয়া নিয়ে এত গোলমালের মধ্যে রাজ চক্রবর্তীকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় এই সমস্যার কথা সরকারের কানে তোলা হয়েছে কি না। আর এই বিষয়ে রাজ উত্তরে বলেন এই বিষয়ে সরকার কি করবে। সরকারের উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া যায়না। এসব ছোট বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে কেনো! তবে সব মিলিয়ে যে বাংলায় বাংলা ছবির মুক্তি পাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য যে দক্ষিণী ছবি পুষ্পা ২-কে (Pushpa 2 Effect) দায়ী করা হয়েছে এই বিষয়টি বেশ পরিষ্কার।