Pushpa 2: প্রথমে পুষ্পা এরপর পুষ্পা ২! একের পর এক ছবিতে বক্স অফিস কাঁপাচ্ছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। পুষ্পা একের জনপ্রিয় একটি ডায়লগ ঝুঁকেগা নেহি! এর এই ডায়লগটির যথোপযুক্ত ব্যবহার করে চলেছে এই পুষ্পা ২ (Pushpa The Rule) সিনেমাটিও। প্রথম সিনেমার বিরাট সাফল্যের ফোর বর্তমানে পুষ্পা ২ নিয়ে চলছে রেকর্ড ভাঙার খেলা।
গত শুক্রবার ৫ই ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন (Pushpa 2) অভিনীত ২০২৪ সালের সব থেকে বেশি চর্চিত ছবি পুষ্পা ২ বা পুষ্পা দ্যা রুল (Pushpa The Rule)! মুক্তির পর থেকেই একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে সিনেমাটি। ইতিমধ্যেই পুষ্পা ১-এর বাণিজ্যিক বিক্রয়কে ছাপিয়ে গিয়েছে এই নতুন ছবিটি। একই সাথে পাঁচ কোটির ক্লাবে ঠাঁই পেতে ভারতের সিনেমার জগতের দ্রুততম ছবি হিসেবে উঠে এসেছে এর নাম এছাড়া বিশ্ব জুড়ে ৫০০ কোটি টাকা আয় করেছে পুষ্পা।
২০২১ সালে প্রকাশ পাওয়া পুষ্পা ১ দিয়েই শুরু হয় আল্লু অর্জুনের চমকপ্রদ কেরিয়ার। আর একই ভাবে আল্লু অর্জুন (Pushpa 2) এবং রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা ২ দ্যা রুল (Pushpa The Rule) দর্শকদের ভালবাসা পেয়েছে। পরিচালনা নিয়েও এসেছে ইতিবাচক ফল। ছবিটির অফিসিয়াল পেজেও দ্রুত ৫কোটি সম্পন্ন করতে পারা ভারতীয় সিনেমা হিসেবেও গড়েছে নতুন রেকর্ড। এদিন হ্যাসট্যাগ দেওয়া হয়েছে রেকর্ড রাপ্পা রাপ্পা।
আরো পড়ুন: এবারের অস্কারে শুধু ইমন চক্রবর্তী নন, বাংলা থেকেই রয়েছেন আরও ৪ জন
জানা যাচ্ছে মাত্র দুই দিনে গোটা বিশ্বে প্রায় সাড়ে চারশ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা। রবিবারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শনিবার ছবিটি ভারতের মাটিতে প্রায় ১১৫.৫৮ কোটি টাকার ব্যবসা করেছে। যার মধ্যে হিন্দি ভাষা থেকেই এসেছে ৭৩.৫ কোটি। বক্স অফিসে ঝড় তুলে আয়ের পরিমাণ যে আরও বাড়বে তা খালি সময়ের অপেক্ষা। এর থেকে বিশ্ব জুড়ে আরও জনপ্রিয়তা পাচ্ছেন আল্লু।
বলে রাখি আপাতত টু ডি (2D) ভার্সনে প্রকাশ হয়েছে সিনেমাটি। জানা যাচ্ছে আগামী ১৩ই ডিসেম্বর পুষ্পা দ্যা রুলস সিনেমাটি থ্রি ডি (3D) ভার্সনে প্রকাশ পেতে চলেছে। তবে এর তারিখ পেছানোর হিসেবে জানা যাচ্ছে 3D ফরম্যাটের কাজ শেষ না হওয়ার এর প্রকাশের তারি পিছিয়ে দেওয়া হলো। তবে পুষ্পা (Pushpa 2) ছবিটার বক্স অফিস কেরিয়ার যে আকাশ ছোঁবে এই কথা অস্বীকার করা যায় কিনা।