কোন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রাহানেকে কেকেআরের বাছা হল অধিনায়ক হিসাবে?

অপেক্ষা আর কয়েক দিনের এরপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। ক্রিকেট ভক্তরা আইপিএল ম্যাচের জন্য অপেক্ষা করে থাকে গোটা একবছর। কেকেআর থেকে শুরু করে অন্যান্য সমস্ত দলের নিলাম প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ক্রিকেটারদেরও ইতিমধ্যে বেছে নিয়েছে নির্দিষ্ট দল। তবে শোনা যাচ্ছে এবছর কলকাতার অধিনায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছে রাহানেকে। এর পিছনে কি লুকিয়ে আছে কোন ভবিষ্যৎ পরিকল্পনা?

ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল অঙ্কে নেওয়া হয়েছে দলে সূত্র মারফত এমনটাই জানা গেছে। কেকেআর দলের সবচেয়ে দামি প্লেয়ার বলতে তিনি। সেক্ষেত্রে সকলেই মনে করেছিল যে অধিনায়ক হিসেবে হয়তো এই বাঁ হাতিকে চিহ্নিত করা হবে। কিন্তু দলের সিদ্ধান্ত ছিল অন্যরকম, শেষপর্যন্ত কলকাতার অধিনায়ক হিসাবে অজিঙ্ক রাহানেকে বেছে নেওয়া হয়। বিষয়টি নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন কেকেআরের সিইও। ভেঙ্কি মাইসোর জানান, অধিনায়কের ভূমিকার জন্য ভেঙ্কটেশের কথা ভাবা হয়েছিল।

কিন্তু ম্যানেজমেন্ট এর সিদ্ধান্তই হল চূড়ান্ত সিদ্ধান্ত। সেই কারণে চলতি বছর আইপিএল খেলার জন্য কেকেআর টিমের অধিনায়ক করা হলো রাহানেকে। তরুণ ক্রিকেটারদের ওপর এই ধরনের টুর্নামেন্ট স্বাভাবিকভাবে চাপ সৃষ্টি করে। রাহানের যে অভিজ্ঞতা রয়েছে তাকে মর্যাদা এবং গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। ভেঙ্কি মাইসোর আরো জানিয়েছেন যে, আইপিএল হলো দেশের একটি কঠিনতম টুর্নামেন্ট। ভেঙ্কটেশ আইয়ারের অভিজ্ঞতা এই টুর্নামেন্টের জন্য যথেষ্ট নয়।

আরও পড়ুন: ইডেনে আইপিএল টিকিটের হাহাকার! কেকেআর-আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ

তরুণ ক্রিকেটারের ওপর এই চাপ দেওয়ার পক্ষপাতি নয় কলকাতার। পাশাপাশি তারা মনে করে যে অধিনায়ক হওয়ার মতো দায়িত্ব সবাইকে দেওয়া যায় না। সেই কারণেই রাহানেকে অধিনায়ক করা হয়েছে। রাহানের অভিজ্ঞতা রয়েছে অধিনায়কত্ব সামলানোর। একজন অধিনায়কের অভিজ্ঞতা এবং পরিণতিবোধ দরকার। যা অজিঙ্কর আছে। পাশাপাশি তিনি ১৮৫ টি আইপিএলের ম্যাচ খেলেছে। সব ফরম্যাট মিলিয়ে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারতীয় দল, মুম্বই এবং আইপিএলে নেতৃত্ব দিয়েছে। রাহানে কিন্তু আইপিএলের প্রথম সংস্করণ থেকে খেলছে। তাই তাকে অধিনায়ক করলে অবাক হওয়ার মতো কোনো কারণ নেই।

কেকেআর সিইও রাহানের প্রশংসায় পঞ্চমুখ হলেও লিডারশিপ গ্রুপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আইয়ার। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাকেই কল্পনা করছে কেকেআর। এই প্রসঙ্গে ভেঙ্কি মাইসোর বলেন, ও হলো একজন ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার। প্রত্যেকেই তাকে সম্মান করে। অবশ্যই ভবিষ্যতের জন্য ওর কথা ভাবা হবে। অধিনায়ক হওয়ার মতো সমস্ত যোগ্যতা ওর রয়েছে কিন্তু ভবিষ্যতের জন্য। বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চারজন ক্রিকেটার ছাড়া অন্যরা ইতিমধ্যেই যোগদান করেছে শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *