Site icon লোকাল সংবাদ

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি সাওয়ান্ত, এবার তিনি পাকিস্তানের পুত্রবধূ হবেন

রাখি সাওয়ান্ত

প্রতিনিধত্বমুলক

রাখি সাওয়ান্তের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গেছে। বিয়ে নিয়ে এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। বছর দুয়েক আগেই তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ টানাপোড়েন চলেছে। তবে এবার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি। তিনি পড়শী দেশের বৌমা হতে চলেছেন এমনটাই জানিয়েছেন।

এর আগে রিতেশ রাজ সিংহ ও আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি রাখি সাওয়ান্ত। বিগ বস ১৫ চলাকালীন রিতেশ রাজ সিংহ নামে এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপর সেই ব্যক্তিকে বিয়ে করেছিলেন রাখি। কিন্তু ২০২২ সালে ডিভোর্স হয়ে গিয়েছিল তাদের। আদিলের সাথে সংসার শুরুর আগে মুসলিম ধর্মও গ্রহণ করেছিলেন। কিন্তু রাখি দাবি করেন, আদিল নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তারপর ২০২৩ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা।

রাখি রাখি সাওয়ান্ত জানিয়েছেন, তাকে নাকি অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন। যখন পাকিস্তানে গিয়েছিলেন অনেক প্রস্তাব পেয়েছেন রাখি। এবার এর মধ্যে একটি প্রস্তাব বেছে নেবেন রাখি। কিন্তু কাকে বেছে নিলেন তিনি? শোনা যাচ্ছে, পাক পুলিশ দোদি খানকে নাকি মনে ধরেছে রাখি সাওয়ান্তের। তিনি নিজেই এই সুখবর দিয়েছেন। বিয়ের সম্পর্কে আরো তথ্য শেয়ার করেছেন রাখি। তিনি জানিয়েছেন, তার বিয়ে হবে পাকিস্তানে। সমস্ত ইসলামিক রীতিনীতি মেনেই এই বিয়ে হবে। হানিমুনের জন্য তারা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড যেতে পারেন। রাখি আর দোদি নতুন সংসার পাতবেন দুবাইতে।

আরও পড়ুন: সিনেমা প্রেমীদের জন্য দারুন সুখবর, মুক্তি পেতে চলেছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি

যদিও অনেকে রাখি সাওয়ান্তের এই বিয়ের খবর মিথ্যা বলে দাবি তুলেছেন। তাদের দাবি, প্রচারের আলোয় থাকবে বলে রাখি এসব করছেন। এর আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন রাখি। তবে দোদির সাথে তার সম্পর্ক শুধুমাত্রই গুঞ্জন নয়, জানিয়েছেন রাখি। দোদি নাকি অনেক দিনের বন্ধু রাখির। তাই তার থেকে বিয়ের প্রস্তাব পেয়ে আবেগে আপ্লুত রাখি। তারা একে অপরকে ভালোবাসে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তারপর থেকেই রাখি সাওয়ান্ত ও দোদির সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। যেখানে দেখা যায়, দোদি সরাসরি বিয়ের প্রস্তাব দেন রাখিকে। এমনকি বরযাত্রী নিয়ে কোথায় আসবেন তাও জানতে চেয়েছেন তিনি রাখির কাছ থেকে। পেশায় পুলিশ হলেও সিনেমাতে প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন দোদি।

Exit mobile version