প্রতিবছরের ন্যায় চলতি বছরেও প্রয়াগরাজে বসেছে কুম্ভ মেলা। তবে ১৪৪ বছর পর অনুষ্ঠিত হওয়ায় এই মেলা মহা কুম্ভে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ত্রিবেণী সঙ্গমে আগমন ঘটছে লাখ লাখ মানুষের। বিশেষ করে বিভিন্ন তিথিগুলিতে ঢল নামছে পূর্ণার্থীদের। আর এই পরিস্থিতিতে এক বিরল ঘটনা ঘটতে চলেছে ভারতীয় আকাশে। যা খালি চোখেই দেখতে পাবেন ভারতবাসী। কি সেই বিরল দৃশ্য?
প্রসঙ্গত, কুম্ভ মেলা হল হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দু ধর্মালম্বীদের এক পবিত্র তীর্থযাত্রা এটি। পৃথিবীর সবথেকে বৃহৎ ধর্মীয় সমাবেশ ঘটে এই কুম্ভ মেলায়। তবে চলতি বছরে মহাকুম্ভ হওয়ায় পুণ্যার্থীদের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় শেষের পথেই প্রয়াগরাজের কুম্ভ মেলা। আর এই পরিস্থিতিতেই পৃথিবীর আকাশে ঘটছে এক মহাজাগতিক কাণ্ড। বিশেষত বর্তমান ভারতীয়দের জন্য এক বিরল দৃশ্য।
মহাকুম্ভের শেষে ভারতীয় আকাশে যে বিরল দৃশ্য দেখা যাবে তা হল মহাজগতের ৭টি গ্রহ। অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে ভারতীয়রা আকাশে একত্রে ৭টি গ্রহকে দেখতে পাবেন। আর সেই ৭টি গ্রহ হল মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, ইউরেনাস এবং নেপচুন। উল্লেখ্য বিষয় ২০২৫এর জানুয়ারি মাস থেকেই ভারতীয় আকাশে শুক্র গ্রহ বাদ দিয়ে বাকি ৬ গ্রহকে কখনো না কখনো দেখা যাচ্ছে। এবার সেই ৬ গ্রাহের সাথে ফেব্রুয়ারি শেষে যুক্ত হবে শুক্র গ্রহ। ফলে মোট ৭টি গ্রহকে একত্রে দেখার সৌভাগ্য হবে ভারতীয়দের। যা আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করবে বলে বিশ্বাস ভারতীয়দের একাংশর।
আরও পড়ুন: ২০২৫ সালের দোলযাত্রা ও চন্দ্রগ্রহণ, উৎসবে কি কোনও বাধা আসতে চলেছে?
কবে এবং কখন পরিলক্ষিত হবে এই মহাজাগতিক দৃশ্য? বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি সূর্যের একদিকে স্থায়ী হবে ওই ৭টি গ্রহ। যার মধ্যে খালি চোখে পরিলক্ষিত হবে বুধ, শুক্র, মঙ্গল বৃহস্পতি ও শনি গ্রহ। অপরদিকে দূরবীনের সাহায্যে দেখা যাবে ইউরেনাস ও নেপচুন গ্রহকে। কোন সময় আকাশে ভালো দৃশ্যমান হবে এই মহাজাগতিক দৃশ্য?
জানা গিয়েছে, মহাজাগতিক এই বিরল দৃশ্য সূর্যোদয়ে দেখা যাবে না। অর্থাৎ সূর্যাস্তের পর ভালোভাবে দৃশ্যমান হবে এই মহাজাগতিক দৃশ্য। বিশেষত গোধূলি সময় অথবা ভোরের বেলা সূর্যাস্তের আগে ৭টি গ্রহকে ভালোভাবে দেখা যাবে। কারণ এই সময়ে ওই ৭টি গ্রহ আকাশের সবচেয়ে উঁচুতে স্থায়ী হবে। শুধু তাই না, অগাস্টের মধ্যবর্তী সময়ে এই গ্রহগুলি দেখার ভাগ্য হবে ভারতবাসীর। তবে মহাকুম্ভের পরে ৭টি গ্রহ নয়, তখন ৬টি গ্রহ দেখার সুযোগ মিলবে ভারতীয়দের।