প্রয়াত হলেও শিল্পপতি রতন টাটাকে ভোলার মতো নয়। গত ৯ই অক্টোবর ৮৬ বছর বয়সে পরলোক গমন করেন বিখ্যাত শিল্পপতি রতন টাটা। তবে তাঁর প্রয়াত হওয়ার পরেই সাম্রাজ্যের সম্রাট কে হবে? তাঁর ব্যবসার উত্তরাধিকারী কে হবে? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল সর্বত্র। কারণ রতন টাটা চিরকুমার। তিনি বিয়ে করেননি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সব প্রশ্নেরই উত্তর। প্রকাশিত হয়েছে শিল্পপতির উইল (Ratan Tata Will)। যেখানে তিনি উল্লেখ করে গেছেন তাঁর পোষ্যের নাম। আর কাকে কি কি দিয়ে গিয়েছেন?
ভারতের শিল্পপতিদের মধ্যে প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। যদিও বর্তমানে তিনি প্রয়াত। তবে প্রয়াত হলেও তাঁর নাম আজও জ্বল জ্বল করছে দেশবাসীর মনে। তিনি শুধু নামেই রতন টাটা নয়, দেশের রত্ন ছিলেন শিল্পপতি রতন টাটা। ব্যবসার পাশাপাশি তিনি যে কতটা দান-ধ্যান, সেবা পরায়ণ মানুষ তা জানতে বাকি নেই কোনো ভারতবাসীর। তিনি যে কতটা পোষ্য প্রেমী তাও সকলেরই জানা। আর এই আবহেই রতন টাটার প্রকাশিত উইলের (Ratan Tata Will) মাধ্যমে জানা গেল তাঁর সম্পত্তির ভাগে কার কি অধিকার রয়েছে।
জানা গিয়েছে, শিল্পপতি রতন টাটার মোট সম্পত্তি রয়েছে ১০ হাজার কোটি টাকার অধিক। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রয়েছে ৩৫০ কোটি টাকার। মুম্বাইয়ের জুহু রোডে রয়েছে দোতলা বাড়ি এবং ২০০০ স্কোয়ার ফুটের একটি বাংলো রয়েছে আলীবাগে। এছাড়াও ২০-৩০টি লাক্সারি গাড়ি কোলাবায় হালেকাই হাউস রয়েছে রতন টাটার নামে। পাশাপাশি টাটা গ্রুপের মূল সংস্থা টাটা সন্সের ১৬৫ বিবিয়ন ডলারের ০.৮৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে রতন টাটার। এছাড়াও টাটা গ্রুপের অন্যান্য সংস্থাতেও রতন টাটার শেয়ার রয়েছে। যা স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে। অন্যদিকে রতন টাটার গাড়িগুলিকে নিলাম করে দেওয়া হতে পারে অথবা পুনে মিউজিয়ামে পাঠানো হতে পারে।
আরো পড়ুন: বিবাদের দিন কি শেষ! শেষপর্যন্ত LAC নিয়ে কি আপডেট দিলো ভারত-চীন সম্পর্ক?
তবে এই সবকিছুর পাশাপাশি শিল্পপতি রতন টাটা একটি উইলও করে গেছে। যেখানে তাঁর সম্পত্তিতে কার কার ভাগ রয়েছে কি কি ভাগ রয়েছে সমস্ত কিছু লেখা রয়েছে। প্রথমেই টাটার উইলে উল্লেখ রয়েছে রতন টাটার প্রিয় পোষ্য জার্মান শেফার্ডের কথা। তিনি উইলে উল্লেখ করে গেছেন তাঁর পোষ্যের যত্নে ত্রুটি যেন না হয়। ৬ বছর আগে থেকে তাকে যেমন ভাবে দেখা হতো সে যতদিন বাঁচবে তাকে যেন তেমনভাবেই দেখাশোনা করা হয়। উইলে উল্লেখ করেছেন ৩ দশক ধরে পরিচারিকার কাজ করা সুব্বিয়ার নাম। তাঁর সম্পত্তির একটি অংশ উইল করে গিয়েছেন তাঁর রাঁধুনি রজন সাউয়ের নামেও।
রতন টাটার ছায়াসঙ্গী শান্তনু নাইডুর নামও কী রয়েছে এই তালিকায়? রতন টাটার উইলে (Ratan Tata Will) উল্লেখ রয়েছে শান্তনু নাইডুর নামও। শান্তনুর বিদেশে পড়াশোনার সমস্ত খরচই টাটা তাঁর সম্পত্তি থেকে নাইডুকে দিয়ে গিয়েছেন। নিজের ভাই-বোনেদের নামেও সম্পত্তি লিখে গিয়েছেন শিল্পপতি রতন টাটা। নিজের ভাই জিমি টাটার জন্য সম্পত্তির একটি অংশ লিখে দিয়ে গেছেন দেশের রত্ন। অন্যদিকে সম্পত্তি রেখে গেছেন তাঁর দুই সৎ বোন শিরিন এবং ডিয়ানার জন্য। তবে তাঁর সমস্ত সম্পত্তি পর্যালোচনা করা হবে বোম্বে হাইকোর্টের দ্বারা।