Ration Card New Rules: এই জিনিস থাকলেই বাতিল হবে রেশন কার্ড, জারি নতুন সরকারি নিয়ম

Ration Card New Rules: রেশন দুর্নীতি রুখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে পা বাড়ালো ভারত সরকার। প্রকাশ পেলো রেশন কার্ডের নতুন নিয়ম যা না মানলে বাতিল হতে পারে গ্রাহকদের রেশন কার্ড। এমনকি নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। জানেন কি সেই নতুন নিয়ম! জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

দেশ থেকে রাজ্য বা রাজ্য থেকে শহর সর্বত্রই উঠে আসছে রেশন দুর্নীতির অভিযোগ। দেশের সত্যিকারের যোগ্য প্রার্থীরা বঞ্চিত থেকে যাচ্ছে অথচ অযোগ্য সুবিধাভোগীরা ক্রমাগত সরকারী সুবিধা ভোগ করে আরও ক্ষমতাবান হয়ে উঠছে। এবার তাই অযোগ্যদের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সরাসরি বাতিল করে দেওয়া হতে পারে রেশন কার্ড।

১. ভারতের মতো বিশাল দেশে এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা দুবেলা খাবারের জোগার করতে হিমশিম খান। এই সব দরিদ্র এবং অভাবী মানুষের জন্যই ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে বিনামূল্যে বা ন্যায্য মূল্যে রেশন পরিষেবা দিয়ে থাকে। এর জন্য যোগ্য নাগরিকদের দেওয়া হয় রেশন কার্ড। আর সেই কার্ডের ভিত্তিতেই ভারতীয় নাগরিকরা রেশন পরিষেবা পেয়ে থাকেন। তাই ভারত সরকার এবার যোগ্যতার মানদণ্ড (Ration Card New Rules) বেঁধে দিয়েছে।জেনে নিন এখনই।

২. ভারত সরকারের বেঁধে দেওয়া নতুন মানদণ্ড অনুযায়ী (Ration Card New Rules) এবার থেকে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই দেওয়া হবে রেশন কার্ড। এক্ষেত্রে কোনো ভারতীয় নাগরিকের ১০০ বর্গমিটারের বেশি জমি, ফ্ল্যাট বাড়ি, চার চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে তবে ওইসব ব্যক্তিদের রেশন কার্ড পাওয়া থেকে অযোগ্য ধরা হবে।

আরো পড়ুন: আধার কার্ডের এই কাজটি না করলে বন্ধ হবে পরিষেবা

৩. নতুন নিয়ম অনুযায়ী (Ration Card New Rules) বাড়িতে এসি বা ফ্রিজ থাকলেও রেশন কার্ডের আবেদনের জন্য অযোগ্য বিবেচিত করা হতে পারে।

৪. এছাড়া বাড়ির কোনো সদস্য সরকারি চাকরি করলেও ওই পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করতে অযোগ্য বিবেচিত হবেন।

নতুন নিয়ম অনুযায়ী (Ration Card New Rules) গ্রামীন এলাকায় যেসব ব্যক্তির বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম তারাই আবেদন করতে পারবেন। শহরের ক্ষেত্রে রেশন কার্ডের আবেদনের জন্য বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়াও পরিবারের কেউ ট্যাক্স প্রদানকারী বা সরকারি চাকরি করলে অযোগ্য গণ্য হবেন। এদিকে অসৎ উপায়ে রেশন কার্ড পেয়ে থাকলে তা ভারত সরকারের পক্ষ থেকে সারেন্ডার করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *