Site icon লোকাল সংবাদ

লম্বা বিরতির পর বাংলার হাত ধরে ফের অভিনয় জগতে পা রাখতে চলেছেন রবীনা ট্যান্ডন

রবীনা ট্যান্ডন

প্রতিনিধত্বমুলক

বলিউডের প্রবীণ অভিনেত্রী রবীনা ট্যান্ডন বহু বছর পর খবরের শীরনামে উঠে এসেছেন। তিনি তেলেগু ছবি “জটাধারা”-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে সুধীর বাবুকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। “জটাধারা” একটি অতিপ্রাকৃত থ্রিলার, যেখানে রবীনা ট্যান্ডন একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি যশের ছবি “কেজিএফ: চ্যাপ্টার ২”-তে তাকে একজন নেত্রীর চরিত্রে দেখা গেছে। “জটাধারা”-তে তাকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যায়। এই ছবিটি ২০২৫ সালে মহাশিবরাত্রি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন, যিনি ১৯৯০-এর দশকে হিন্দি চলচ্চিত্র জগতে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। তবে তিনি উল্লেখ করেছিলেন যে পুরুষ অভিনেতারা একটি ছবি করার পরে যা আয় করতেন, মহিলা অভিনেতারা ১৫-১৬টি ছবিতে কাজ করার পরে তা আয় করতেন। বলিউডে পারিশ্রমিকের বৈষম্যের কথা তুলে ধরে, রবীনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন যে, সেই সময়ে অভিনেত্রীদের জন্য পেমেন্ট খুব একটা ভালো ছিল না।

কম পেমেন্টের কারণে কিনা জানা যায়নি, কিন্তু দীর্ঘ ১৫ বছরের বিরতির পর ফের অভিনয় জগতে ফিরছেন রবীনা ট্যান্ডন। তবে এই দীর্ঘ বিরতির পর তিনি বলিউড নয়, পা রেখেছেন সোজা টলিউডের। টলিউডে পরিচালক আতিউল ইসলাম ‘বানজারা’ নামক একটি ছবি নিয়ে কাজ করছেন। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এছাড়া অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অপরাজিতা আড্যকে। শোনা যাচ্ছে এই ছবিরই একজন দক্ষ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। আর এই চরিত্রের হাত ধরেই হতে পারে টলিউডের কাজ। এমনকি কলকাতাতেও পা রাখতে পারেন বলিউড কুইন রবীনা ট্যান্ডন।

আরও পড়ুন: বলিউড সেক্স বম্ব থেকে সন্ন্যাসিনী, মমতা কুলকার্নির এই পরিবর্তনের কারণ কি?

‘বানসারা’ ছবির আউটডোর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যা শোনা যাচ্ছে তাতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কলকাতা এবং ঝাড়খণ্ডের কিছু নির্দিষ্ট এলাকায় শুটিং শুরু হতে পারে। ছবিটি এ বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে বলেই জানা গিয়েছে। তবে এই ছবিতে শেষ পর্যন্ত রবীনা ট্যান্ডনকে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমজনতার মধ্যে।

তার প্রধান কারণ হলো পরিচালক এখনো পর্যন্ত খোলসে করে জানাননি যে তিনি অভিনয় করবেন কিনা। তিনি সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন যে, যেহেতু তিনি খুব বড় ভাবে ছবিটি ভাবছেন তাই তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন রবীনা ট্যান্ডনকে। তার সাথে কথা হয়ে গেছে। এমনকি ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনায় তিনি সম্মতিও জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি বলেই জানা গিয়েছে।

Exit mobile version