Ravichandran Ashwin: অবসর ঘোষণা অশ্বিনের, অবাক অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সও

Ravichandran Ashwin Retirement: চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তৃতীয় টেস্টে আবহাওয়া এবং ফলো অনের নিয়ম মেনে ড্র হয় টেস্ট ম্যাচটি। এর আগের দুটি ম্যাচের একটিতে ভারত জয় পেলেও অন্যটিতে হারে অস্ট্রেলিয়ার কাছে। এদিকে এই সিরিজ জয়ের উপরেই নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভাগ্য। এদিন তৃতীয় টেস্ট চলাকালীন বিরাট কোহলিকে আবেগঘন ভাবে জড়িয়ে ধরতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। দুই ভারতীয় তারকার এহেন ভাব বিনিময় ক্রিকেট ফ্যানদের মনে ভয় ধরাচ্ছিল বটেই। বেলা গড়াতে হলোও তাই। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন (Ravichandran Ashwin)।

রবিচন্দ্রন অশ্বিনের এই আচমকা অবসরে (Ravichandran Ashwin Retirement) অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সও। টেস্ট ক্রিকেটের সেরা বোলারদের তালিকায় যে নিঃসন্দেহে জায়গা করে নেবেন এই ভারতীয় স্পিনার, এই কথা বলার অপেক্ষা রাখেনা। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ায় পর পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিনের বিদায় নেওয়ার সিদ্ধান্ত এতটাই আকস্মিক ছিল যে খানিকটা চমকে গেছেন খোদ প্যাট কামিন্স। তিনি জানান তিনি অবাক হয়েছেন। ভারতের চ্যাম্পিয়ন প্লেয়ার অশ্বিন। ১৩ বছরের লম্বা কেরিয়ার তার। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমও অশ্বিনকে খুব সম্মান করে।

কামিন্স কোনো দ্বিধা না রেখেই জানান টেস্ট সিরিজের মাঝপথে অশ্বিন এরকম অবসরের (Ravichandran Ashwin Retirement) সিদ্ধান্ত ঘোষণা করবেন, এমনটা তিনি কল্পনাও করতে পারেননি। এই ভারতীয় কিংবদন্তি বোলারের প্রশংসা করেছেন ব্রেট লি-ও। তাঁর কাছে অশ্বিন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ারের আখ্যা পেয়েছেন। তিনি বলেন অশ্বিন ক্রিকেটের সেরাদের মধ্যে একজন। এর আগে শেষবার সিরিজের মাঝে অবসর ঘোষণা করা স্পিনার ছিলেন গ্রেম সোয়ান।

আরো পড়ুন: বিপদে পাশে দাঁড়ায়নি বন্ধু, বিস্ফোরক মন্তব্য বিনোদ কাম্বলির

এদিকে তাঁর এই সিদ্ধান্তে খুশি নন সুনীল গভাস্কর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য আগামী দুটি ম্যাচ জেতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করছেন এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে আগামী দুই টেস্টেও। এর আগে ২০১৪-১৫ অস্ট্রেলিয়া বর্ডার গভাস্কার সিরিজে একই কাণ্ড করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। তিনি মনে করেন দলের কোনো গুরুত্বপুর্ণ প্লেয়ারের অবসরের সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে দলের উপর।

এই প্রসঙ্গে গভাস্কর বলেন অশ্বিন সিরিজের পর অবসর নিতে পারতেন। এর আগে ২০১৪-১৫ সালে তৃতীয় টেস্টের পর অবসর নেন ধোনি (MS Dhoni)। তাতে ক্ষতি হয় দলের। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাছাই করা হয় বিদেশ সফরের দল। চোট বা আঘাত পেলে রিজার্ভ দল থেকে নেওয়া হয় প্লেয়ার। সিডনির উইকেটে স্পিনাররা বেশি সাহায্য পায়। যেখানে ভারত দুজন স্পিনার নিয়েই খেলতে পারত। অশ্বিনের খেলার সম্ভাবনা ছিল। মেলবোর্নের পিচ সম্পর্কে তাঁর ধারণা নেই। তবে সাধারণ ভাবে সিরিজের শেষেই নেওয়া হয় এই ধরনের সিদ্ধান্ত। তাই সিরিজের মাঝপথে এগুলো প্রত্যাশিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *