১০০ টাকার নোট নিয়ে কী কড়া নির্দেশিকা জারি করল RBI?

100 Rupees Notes : যেকোনো দেশের স্তম্ভকে মজবুত করতে পারে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা। যদি আর্থিক দিক থেকে দেশটি শক্তিশালী হয় তাহলে যে কোনরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিদিনই দরকার পরে ১০০ টাকার নোটের, কিন্তু যখন এই ১০০ টাকার নোট জাল হতে শুরু করে তখন কি ব্যবস্থা নেওয়া উচিত? বর্তমানে দেশে ১০০ টাকার নোট জাল হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জাল নোট দেখতে কিন্তু একেবারে আসল নোটের মতোই, আয়তন থেকে শুরু করে রঙেও কোনরকমের পার্থক্য নেই। সমাজের অসাধু ব্যক্তিরা এই জাল নোটের সাহায্যে জালিয়াতি করছে। এবার সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ১০০ টাকার নোট নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১০০ টাকার নোট এমন একটি নোট যা বেশি পরিমাণে ব্যবহৃত হয় নিত্যদিনের খরচ চালাতে। তাই সাধারণ মানুষ যাতে সহজেই বুঝতে পারে জাল ও আসল নোটের মধ্যে পার্থক্য এই কারণেই দেশের কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নির্দেশিকা দিয়েছে। কীভাবে চিনবেন ১০০ টাকার নোট আসল না জাল? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, যদি এই নোটটি সম্পর্কে জানতে চান তাহলে ভালোভাবে হাতে নিয়ে প্রথমে পর্যবেক্ষণ করবেন। নোটটি ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে ১০০ নোটে ওয়াটারমার্কের কাছে উলম্ব ব্যান্ডে ফুলের নকশা রয়েছে। সেই সাথে ওয়াটারমার্ক অঞ্চলে ১০০ নম্বরের সাথেই মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাবেন।

প্রথমে ভালোভাবে পর্যবেক্ষণ করে নোটটিকে আবারো কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। নোটটির নিরাপত্তা থ্রেডে ভারত এবং RBI শব্দগুলি লেখা। যদি এই শব্দগুলোকে নোটের বিভিন্ন কোণ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন কখনও নীল কখনও আবার সবুজ রঙের দেখাচ্ছে। এই দুই ধাপ শেষ হলে শেষ ধাপে নোটের উলম্ব ব্যান্ড এবং মহাত্মা গান্ধীর ছবির মাঝখানে তাকান। যদি ১০০ টাকার এই নোট আসল হয় তাহলে ছবির মাঝ বরাবর RBI এবং ১০০ লেখা থাকবে। এই তিনটি উপায় যদি ভালোভাবে মেনে চলেন এবং পর্যবেক্ষণ করেন তাহলে আসল এবং নকল নোটের পার্থক্য বুঝতে পারবেন।

আরও পড়ুন: ইউকো সহ ৩ ব্যাঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, সুরক্ষিত আছে কি আপনার টাকা?

যতদিন এগোচ্ছে বাজারে ক্রমশই বেড়ে চলেছে জাল নোটের কারবার। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই কারণেই প্রশাসন থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তারা বহু আগেই সাধারণ মানুষকে ক্যাশ নেওয়ার সময় সতর্ক থাকার কথা বলেছেন। সবথেকে ভয়ানক বিষয় হল, বাজারে যেসব জাল নোটগুলি জড়িয়ে রয়েছে সেগুলোকে হট করে দেখলে চেনার উপায় নেই আসল নাকি নকল। একেবারে আসল নোটের মতোই তৈরি করা হয়েছে নকল নোটগুলোকে।

আমজনতাকে সতর্ক করার জন্য এবং জালিয়াতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই নয়া নির্দেশিকা জারি করে সতর্ক করলো RBI। কিন্তু বিশেষজ্ঞরা অবশ্য মনে করছে যে, জালিয়াতরা যেভাবে নিজেদের জাল বিস্তার করছেন তাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকা দেখে তারাও সতর্ক হয়ে যাবে। এরপর হয়তো আরও নিখুঁত ধাঁচে তৈরি হবে ভুরি ভুরি জাল ১০০ টাকার নোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *