RBI Repo Rate: সুখবর দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সস্তা হবে বাড়ি গাড়ির ঋণ

RBI Repo Rate: দেশের আর্থিক বৃদ্ধির সূচক নির্ধারণে বৈঠকে বসেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। শুক্রবার ৬ই ডিসেম্বর আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। আর এরই আগে সুদের হারে বিরাট বদল আনলো রিজার্ভ ব্যাংক। এই নিয়ে চলছে জল্পনা।

অর্থনীতির পরিভাষায় রিজার্ভ ব্যাংকের সুদের হারকে বলা হয় রেপো রেট (RBI Repo Rate)। সঠিক ভাবে বলতে গেলে দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক যে সুদের হারে ঋণ দেওয়া হয় তাকেই বলে রেপো রেট। এই মর্মে জাপানিজ বিনিয়োগের ব্যাংক নোমুনা-র তরফে জানা যায় এবার এই হারে বদল আনতে চলেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এদিকে মুদ্রানীতি কমিটির বৈঠকে ভারতীয় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছিল বলে জানিয়েছে জাপানের টোকিও শহরের এই আর্থিক প্রতিষ্ঠান।

এই একই কথা বলেছে দেশীয় ব্যবসায়িক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ বা CII। এই সংস্থার ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দোপাধ্যায় জানান রেপো রেট (RBI Repo Rate) কম করার ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কমলেই যেহেতু ঋণের খরচ কমবে তাই এদিকে নজর দিচ্ছে সরকার। এই রেট কল্লে সাধারণ মানুষের মধ্যেও ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে। এতে দেশের ব্যাঙ্কিং শিল্পের সূচকও যে ঊর্ধ্বমুখী হবে একথা বলার অপেক্ষা রাখেনা। তিনি জানান দেশের আর্থিক উন্নতিতে এই কাজ খুবই জরুরি।

আরো পড়ুন: ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন, এই ব্যাংকগুলো দেয় সব থেকে বেশি সুদ

চলতি বছরের আগষ্ট মাস থেকেই রিজার্ভ ব্যাংকের তরফে অপরিবর্তিত রাখা হয়েছে এই রেপো রেট (RBI Repo Rate)। বর্তমানে এটি রয়েছে ৬.৫ শতাংশ। এর মধ্যে থেকে ২৫ বেসিক পয়েন্ট কমাতে চাইলে হিসেব দাঁড়ানোর কথা ছিল ৬.২৫ শতাংশ। এদিকে এই খবরেই ভালো সময়ের আশা করছিল অর্থনীতিবিদরা। রেপো রেট (RBI Repo Rate) কমলেই দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের হারের পরিবর্তন আসে। রেপো রেট (RBI Repo Rate) কমলে এর সাথেই পাল্লা দিয়ে কমতে থাকে সুদের সূচক।

এদিকে আর্থিক বিশেষজ্ঞদের মতে এই রেট পরিবর্তনের ক্ষেত্রে কিছু বিষয়ে নজর রাখতে হবে। চলতি অর্থবছরে দ্বিতীয় ত্রৈমাসিকের দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP নেমে এসেছে ৫.৪ শতাংশে। তবে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে মুদ্রাস্ফীতির হার এখনও পেরোয়নি সহ্য ক্ষমতা। তবে ধীরে ধীরে এই রেপো রেট (RBI Repo Rate) কমিয়ে আনার ভাবনায় ছিল RBI। তবে শেষ মেশ মুদ্রাস্ফীতির সাথে মিলিয়ে চলতে চলতি মাসেও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *