Ladies Cycle: সাইকেল হলো মানুষের জীবনের এক অতিপুরানো বাহন যা এখনও বহু মানুষ তাদের স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার সময় ব্যবহার করেন। এই অতি সাধারণ সাইকেলেও রয়েছে অজানা অনেক ইতিহাস! যার সাথে জড়িয়ে রয়েছে এর তৈরি এবং গঠনগত রহস্য। ডিজাইন হোক বা রং কিছু না কিছু পার্থক্য এখনও দৃশ্যমান।
খেয়াল করলে দেখা যায় লেডিস এবং জেন্টস সাইকেলের মধ্যে গঠনগত এক বিশাল তফাৎ রয়েছে। ছেলেদের সাইকেলের সামনের অংশে রডের উপস্থিতি চোখে পড়লেও মেয়েদের সাইকেলে (Ladies Cycle) থাকেনা কোনো রড। সাধারণত সামনের অংশটি ফাঁকাই থাকে মেয়েদের সাইকেলের। এর পিছনেও রয়েছে নির্দিষ্ট কিছু কারণ।ছেলেদের সাইকেলে সামনের অংশে রড রাখার কারণ হিসেবে বলা যায় এই রড সাইকেলের কাঠামের কাজ করে।
কিন্তু মেয়েদের সাইকেলে (Ladies Cycle) থাকেনা এই রড। এমনটাই চলে আসছে কয়েক শতাব্দী ধরে। মূলত মহিলাদের অসুবিধার কথা ভেবেই এই রড না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু মহিলারা শাড়ি, সালোয়ার বা স্কার্ট জাতীয় পোশাক পড়েন সেক্ষেত্রে সাইকেলে চড়ার সময় মাঝের অংশে রড থাকলে অসস্তিতে পড়তে হয় মহিলাদের। সেই জন্যই লেডিস সাইকেলে সামনের অংশে থাকেনা কোনো রড।
আরো পড়ুন: পাসওয়ার্ড ছাড়াই মিলবে ওয়াইফাই কানেকশন, অবলম্বন করুন এই পদ্ধতিগুলো
যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে স্কার্ট বা শাড়ি পরে সাইকেল চালানোর চল প্রায় উঠে গেছে বললেই চলে। তবুও বহু শতাব্দী ধরে এই নিয়ম হয়ে আসছে বলেই মেয়েদের সাইকেলের (Ladies Cycle) আর কোনো নতুন গঠনগত পরিবর্তন আনা হয়নি। আর যেহেতু এতে মহিলাদের কোনো সমস্যা তৈরি হয়নি তাই এই বিষয়টি আগের মতোই রেখে দেওয়া হয়েছে।
বর্তমানে আধুনিক মডেলে যেসব লেডিস সাইকেল (Ladies Cycle) তৈরি হয় তাতে উন্নত মানের যন্ত্রপাতি থেকে শুরু করে ব্যবহার করা হয় পোক্ত কাঠামোও। ফলে রড না থাকলেও কোনো বাড়তি প্রভাব এর উপর পড়েনা। জেন্টস সাইকেলের মতোই শক্তিশালী এবং মজবুত সাইকেল চালানোর মজা দিতে পারে। এছাড়া কার্বন ফাইবার ব্যবহার করেও সাইকেলগুলো মজবুত করা হয় যাতে রড বা ক্রস বারের প্রয়োজন পড়েনা। তবে সাধারণ ভাবে বলতে গেলে পুরুষ ও মহিলাদের দৈহিক গঠনের উপর ভিত্তি করেই সাইকেলের ডিজাইন তৈরি করা হয়।