Tyre Nib: নতুন চাকায় লাগানো থাকে ছোট পিন, জানুন আসল কারণ। যারা দৈনন্দিন জীবনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন তারা গাড়ির বিভিন্ন অংশ সম্পর্কে মোটামুটি অবগত থাকেন। গাড়ির চাকা সম্পর্কে তাদের ধারণা থাকাটা স্বাভাবিক। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন নতুন গাড়ির চাকায় এক ধরনের ছোট ছোট রাবারের পিন লাগানো থাকে। কিন্তু কেন? আসল কারণ জানেন না অনেকেই।
গাড়ির চাকায় লাগানো এই পিনগুলি (Tyre Nib) স্বাভাবিক পিনের মতো শক্ত বা ধারালো নয়। বরঞ্চ বেশ নরম হয়। কিন্তু সোজা হয়ে খোঁচানোর মতন হয়ে থাকে। এই পিন বা স্পাইকগুলি লাগানোর বিশেষ কারণ রয়েছে। এই পিনগুলিকে একেক জন একেক নামে ডাকেন। কেউ একে বলেন নিব, কেউ বলেন গেটমার্কস, আবার কেউ বলেন নিপারস বা স্পাইক। কিন্তু গাড়ির নতুন চাকায় এই ধরনের পিন লাগানোর কারণ কি? আজকের প্রতিবেদনে সেই কারণটি সম্পর্কে আলোচনা করা হলো।
উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন টায়ার তৈরি করার সময় আলাদাভাবে কোন পিন (Tyre Nib) বসানো হয় না। নতুন চাকায় যে পিনগুলো দেখা যায় তা নিজে থেকেই উৎপন্ন হয়। গাড়ির চাকায় ব্যবহৃত টায়ার তৈরি করার সময় রাবার গলিয়ে তরল আকৃতিতে ছাঁচের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তারপর বাইরে থেকে সৃষ্টি করা তাপ ও চাপের মাধ্যমে তৈরি হয় টায়ার। কিন্তু এই টায়ার তৈরির সময় তাপ ও চাপের কারণে এক ধরনের বুদবুদ সৃষ্টি হয় যা টায়ারটির ক্ষতি করতে পারে। তাই এই বুদবুদ আটকানোর জন্য এক ধরনের চাপ সৃষ্টি করতে হয় বাইরে থেকে।
আরো পড়ুন: তেজস্ক্রিয় বিকিরনকেও হার মানালো চাঁদের জল ভাল্লুক, শোরগোল বিজ্ঞানী মহলে
টায়ার তৈরি করার সময় চাপ ও তাপ প্রয়োগের মাধ্যমে যে বুদবুদ সৃষ্টি হয় তা আটকানোর জন্য বায়ুর চাপ প্রয়োগের পাশাপাশি চাপ নিষ্কাশনেরও ব্যবস্থা করতে হয়। ছোট ছোট ফুটোর মাধ্যমে বাইরে থেকে প্রয়োগ করা বায়ুর চাপ রাবারের মধ্যে থাকা বায়ুগুলোকে বাইরে বের করে দেয়। তখনই ছিদ্রপথে বায়ু চাপের পাশাপাশি সামান্য পরিমাণে রাবারও বেরিয়ে আসে। আর এই রাবারগুলি ঠান্ডা হবার পর শক্ত স্পাইকের মতন হয়ে যায়। যখন ছাঁচ থেকে টায়ার থেকে বের করা হয় তখন তার মধ্যে এই স্পাইকগুলি থেকে যায়। এই পিনগুলিই (Tyre Nib) প্রমাণ করে যে চাকাটি একেবারে নতুন এখনো তার ব্যবহার হয়নি।
অনেকে মনে করেন নতুন চাকায় থাকা এই স্পাইকগুলি গাড়ির মাইলেজের উপর প্রভাব ফেলতে পারে। ক্ষতি হতে পারে গাড়িটির। কিন্তু এই ধারণা একেবারেই ভ্রান্ত। গাড়ির চাকায় থাকা এই স্পাইকগুলি নিজে থেকেই তৈরি হয় এবং নিজে থেকেই ক্ষয় হয়ে যায়। এই পিনগুলি (Tyre Nib) চাকায় থাকা বা না থাকার সাথে গাড়ি চালানোর কোনো সম্পর্ক নেই। আপনি যদি গাড়ি ব্যবহার করার আগে চাকার এই স্পাইকগুলি কেটে দেন তাহলেও যেমন কোন উপকার হবে না। তেমনি স্পাইকগুলি থেকে গেলেও কোন ক্ষতি হবে না। গাড়ি ব্যবহার করতে শুরু করলে কিছুদিন পরে নিজে থেকেই ওই স্পাইকগুলি ক্ষয় হয়ে যাবে।