Liquor Sale: রাজ্যে পুজোয় রেকর্ড মদ বিক্রি, হিসেব শুনলে মাথায় হাত পড়তে বাধ্য

Liquor Sale: পুজোর মরশুমে প্রতিবছরই মদের ব্যবসা রমরমিয়ে চলে। প্রত্যেক বছরের হিসেবে উঠে আসে নতুন রেকর্ড ভাঙার তথ্য। এবছরও যে তার অন্যথা হয়নি তা মদ বিক্রির হিসেব দেখলেই বোঝা যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে এবার মদ বিক্রিতে তৈরি হয়েছে নতুন রেকর্ড। আবগারি সুত্রে জানা যাচ্ছে এবার পুজোর সময় পুরুলিয়া জেলায় ২৩ কোটির বেশি টাকার মদের ব্যবসা হয়েছে। অন্যদিকে বাঁকুড়ায় এবার মদ বিক্রি হয়েছে ১০ কোটি টাকারও বেশি।

পুরুলিয়ার আবগারি সুত্রে দাবি ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত পুরুলিয়া জেলায় ২৩ কোটি ৬৬ লক্ষ ৬৮ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। এছাড়া বাঁকুড়ায় এবছর মদ বিক্রি (Liquor Sale) হয়েছে ১০ কোটি ৩৫ লক্ষ ৫৯ হাজার টাকার যা গত বছরের তুলনায় ১৩.৬৪ শতাংশ বেশি। অন্যদিকে গতবছর পুরুলিয়ায় মদের ব্যবসা হয় ১৯ কোটি টাকার বেশি যা এবার আরও বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩ কোটি টাকা। প্রত্যেক বছর যে মদের চাহিদা ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলেছে তা বোঝা যাচ্ছে আবগারি দপ্তরের রিপোর্ট থেকে।

আরও জানা যাচ্ছে এবছর দেশী মদ বিক্রি হয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার লিটারেরও বেশি। এর নিরিখে বিদেশী মদ বিক্রির পরিমাণ কম হলেও তা ছড়িয়েছে ১ লক্ষ লিটার। বিয়ারের চাহিদাও বেড়েছে বেশ কিছুটা। জানা যাচ্ছে পুরুলিয়া জেলার ২২৫টি দোকান থেকে মোট ২৩ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। এবার পুজোর দিনগুলিতে একদিনও ড্রাই ডে না থাকায় আরও বেশি করে মদের বিক্রি (Liquor Sale) হয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর আগেই অবৈধ ঠেকগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় আবগারি দপ্তর ফলে সরকারি হিসেবে মদের চাহিদার সঠিক হিসেব দেখা গিয়েছে সহজেই।

আরো পড়ুন: বাংলায় বাতিল লাখ লাখ ওবিসি সার্টিফিকেট, সুপ্রিম কোর্টের বিচারে হতবাক সকলে

অন্যদিকে বাঁকুড়া জেলাতেও মদের বিক্রি রেকর্ড ছাড়িয়েছে। এই জেলায় দেশী মদের বেশি চাহিদা ছিল বলে জানা গেছে আবগারি সুত্রে। তবে মুকুটমণিপুর ও বিষ্ণুপুরের মতো টুরিস্ট স্পটগুলোতে বেড়াতে আসা মানুষদের মধ্যে বিদেশী মদের চাহিদা বেশি দেখা গিয়েছে। বিদেশি মদের মধ্যে হুইস্কি, স্কচ এই ধরনের মদ গুলোর চাহিদা বেশি দেখা গিয়েছে। তবে দেশী মদের চাহিদা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা যায় মূল্যবৃদ্ধি। বিদেশি মদের দাম (Liquor Sale) বেড়ে যাওয়ার জন্য এবার দেশি মদের উপর ঝোঁক দেখা গিয়েছে সাধারণ মানুষের।

এক নজরে মদের বিক্রি (Liquor Sale):
পুরুলিয়া: ২০২৩ সালে মদের বিক্রি হয় ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার টাকা। ২০২৪ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৩ কোটি ৬৬ লক্ষ ৬৮ হাজার টাকা।
বাঁকুড়া: ২০২৩ সালে বাঁকুড়ায় মদ বিক্রি হয় ৯ কোটি ১১ লক্ষ ৩২ হাজার টাকার যা চলতি বছরে বেড়ে হয়েছে ১০ কোটি ৩৫ লক্ষ ৫৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *