Recruitment in Indian Railways: ভারতীয় রেলের কর্মী হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে চাওয়া চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলো ভারতীয় রেল। সম্প্রতি আবারও রেলের তরফে প্রকাশ পেলো নিয়োগ বিজ্ঞপ্তি। ভারতীয় দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিভিন্ন ওয়ার্কশপ এবং ইউনিটে ১৭০০টি-র বেশি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই গত ২৮শে নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া। জানুন বিশদে!
শূন্যপদ সম্পর্কিত তথ্য:
পড়াশুনা শেষে নিজের জ্ঞান বাড়াতে আগ্রহী প্রার্থীদের জন্য এই বিশেষ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেল (Recruitment in Indian Railways)। এই বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ করার জন্য সমস্ত যোগ্যতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো!
সংস্থা:
দক্ষিণ-পূর্ব ভারতীয় রেল।
পদের নাম:
হ্যান্ডিম্যান
শূন্যপদের সংখ্যা:
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫টি পদে কর্মী নিয়োগ (Recruitment in Indian Railways) করা হবে।
আবেদনের লিংক:
iroams.com
বেতনের সময়সীমা:
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৭শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরো পড়ুন: ট্রেনের টিকিট চেকার পদে চাকরি, যোগ্যতা এবং কি পরীক্ষা দিতে হয় জানুন
যোগ্যতা:
দক্ষিণ-পূর্ব ভারতীয় রেলে ইন্টার্নশিপের জন্য আবেদন (Recruitment in Indian Railways) করতে প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক শাখায় ITI শংসাপত্র থাকতে হবে। এছাড়া বিশদ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর দিতে হবে।
বয়সের মানদণ্ড:
এই পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৫ বছর থেকে শুরু করে সর্বচ্চো বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১লা জানুয়ারি ২০২৪-এর হিসেবে প্রার্থীদের বয়স গণনা হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন ফি:
ভারতীয় রেলে (Recruitment in Indian Railways) এই পদে আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ১০০ টাকা এবং SC, ST ও মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি-এর উপর ছাড় দেওয়া হবে। আরও বিশদে জানতে RRC South Eastern Railways-এর ওয়েবসাইট পরিদর্শন করতে হবে আগ্রহী প্রার্থীদের।