School Teacher: শিক্ষকতা করার স্বপ্ন দেখেন তাদের জন্য রীতিমত সুখবর। খুব শীঘ্রই স্কুল শিক্ষক নিয়োগ করা হচ্ছে। দীর্ঘদিনের বেকারত্বের এবার অবসান হলো বলে। তবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী দেশ ভুটানে হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগ। এই স্কুল শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
প্রতিবেশী রাজ্য ভুটানে যে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে (School Teacher), সেখানে বিষয় হিসেবে বলা হয়েছে, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্সের কথা। এই সকল বিষয়ে পঠন-পাঠন করানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এই সকল বিষয়ের জন্য মোট শিক্ষকের শূন্য পদ হলো ৩১। তবে, এটি একটি চুক্তিভিত্তিক কাজ। প্রাথমিকভাবে দুইবছরের চুক্তিতে এই পদে নিয়োগ করা হবে।
পরবর্তীকালে স্কুল টিচার পদে নিযুক্ত হওয়া (School Teacher) সেই শিক্ষকের কাজ দেখে, সেই কাজের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি পেতে পারে। উল্লিখিত এইসব পদে আবেদন করবার জন্য তারাই যোগ্য যাদের গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে এম এ অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ও সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড করা রয়েছে।
উপরে উল্লেখিত যোগ্যতা ছাড়া এই সকল প্রার্থীদের (School Teacher) পদে কাজ করবার ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের যোগ্যতা থাকতে হবে। পাঁচ বছর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতা করানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া আবেদনকারী প্রার্থীদের ইংরেজি বলার ক্ষেত্রে সাবলীলতা অর্জন করতে হবে এবং তাদের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে অনূর্ধ্ব ৫৫ বছর বয়সীরা এই পদে আবেদনের যোগ্য।
আরো পড়ুন: এবার আর ১০০০ নয়, মহিলারা ২১০০ টাকা করে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পে
এই পদের (School Teacher) জন্য প্রতি মাসে ১৪০০০০ টাকা বেতন দেওয়া হবে। ভুটান সরকারের তরফ থেকে নিযুক্তদের জন্য কাজের অনুমতি সংক্রান্ত বিষয়গুলির তত্ত্বাবধান করা হবে। শূণ্যপদের চাহিদা অনুযায়ী ওই দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলে তাদেরকে বহাল করা হবে। এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে যিনি আবেদন করবেন তার বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
এই পদের জন্য বাছাই করা প্রার্থীদের ভুটানে ইন্টারভিউ দিতে যেতে হবে। তবে সেক্ষেত্রে শুধু প্রার্থীদের যাতায়াতের দায়ভার ভুটান সরকার নেবে। এক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই পাসপোর্ট থাকা দরকার। এই পদে আবেদনের শেষ দিন হল ১৪ই জানুয়ারি। এই পদের (School Teacher) বিষয়ে বিশদে জানতে এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে পারেন।