Group D Recruitment: পশ্চিমবঙ্গের চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের তরফে মাধ্যমিক পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্যের কৃষি বিভাগে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে। বিস্তারিত জানুন:
পদের নাম ও বিবরণ:
কৃষি বিভাগের গ্রুপ ডি (Group D Recruitment) পদে নিয়োগ করা হবে। প্রধানত পদটি হবে পিয়নের।
বয়সসীমা:
বয়সসীমা সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে না দেওয়া হলেও সর্বনিম্ন ১৮ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রুপ ডি (Group D Recruitment) পদে আবেদনের জন্য যেকোনো সরকারি রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করা হতে হবে অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করা হতে হবে। এছাড়া অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন:
নিযুক্ত ব্যক্তিদের গ্রুপ ডি পদে (Group D Recruitment) প্রতি মাসে বেতন হিসেবে ২৯,০৩৪ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রম ডাউনলোড করতে হবে। এরপর তা প্রিন্ট আউট করে সঠিক ভাবে পূরন করে এর সাথে জরুরি নথির জেরক্স সহ ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে।
আরো পড়ুন: এমস কল্যাণীতে একাধিক বিভাগে কর্মী নিয়োগ জানুন বিশদে
নিয়োগ প্রক্রিয়া:
কৃষি দপ্তরের এই গ্রুপ ডি (Group D Recruitment) পদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চলবে নিয়োগ প্রক্রিয়া। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যদি শূন্য পদের চেয়ে চারগুণ বেশি নিয়োগ আবেদন জমা পড়ে তবে লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদন হবে। এরপর ইন্টার্ভিউ নিয়ে চূড়ান্ত নিয়োগ হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
আগামী ১৩ই নভেম্বর ২০২৪ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ওইদিন আবেদন পত্র সহ জরুরি সমস্ত নথির জেরক্স ও আসল কপি নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের সময় এবং স্থান:
বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পিয়ন পদে ইন্টার্ভিউ শুরু হবে সকাল ১১টা থেকে। এর জন্য আগ্রহী প্রার্থীদের DEE Building, Ground floor -এ পৌঁছতে হবে।