JU Recruitment: রাজ্যের তরুণ তরুণীদের জন্য সুখবর! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণাকর্মী হিসেবে কেরিয়ার শুরুর সুবর্ণ সুযোগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন প্রকল্পে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষাবিভাগের প্রকল্পে কেন্দ্রীয় একটি সংস্থা অর্থ সাহায্য করতে চলেছে। এই মর্মে আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে আহ্বান করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Recruitment) তরফে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূত্রের খবর এর ইলেক্ট্রনিক্স এবং টেলি কমিউনিকেশন বিভাগে প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পেই শিক্ষানবিশ বা ইন্টার্ন হিসেবে যোগ দেওয়ার জন্য আগ্রহীদের আবেদন করতে বলেছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানা যাচ্ছে এই প্রকল্পের আর্থিক সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (SERB)। এছাড়া জানা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Recruitment) তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আল্ট্রা লো পাওয়ার অলয়েজ অন অ্যানালগ ইভেন্ট ডিটেকশন বেসড আইওটি ফর ডিফারেন্ট এগ্রিকালচার।
জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Recruitment) এই প্রকল্পের ইন্টার্ন পদে নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা এবং আগ্রহী আবেদন প্রার্থীদের বয়সের মানদণ্ড সম্পর্কে কিছু বলা না হলেও দুই মাসের জন্য নিয়োগ করা হবে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টার্নশিপের ক্ষেত্রে যোগ্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে সাম্মানিক হিসেবে।
আরো পড়ুন: আবারো কর্মী নিয়োগ, গ্রুপ সি পদে নিয়োগ হবে ঝাড়গ্রাম জেলায়
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU Recruitment) এই পদের আবেদন করার জন্য আগ্রহীদের অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে BE বা BTech কোর্সের তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত হতে হবে। এছাড়া IOT ডিজাইন বা মেশিন লার্নিং সম্পর্কে যাদের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকবে সেই সব প্রার্থীদের এই পদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য জীবনপঞ্জি বা বায়োডাটা এবং একটি কভার লেটার সহ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে আগামী ২০শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ হিসেবে জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Recruitment) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। আরো বিশদে জানতে নজর রাখতে হবে মূল বিজ্ঞপ্তিতে।