Territorial Army Recruitment: শীঘ্রই নিয়োগ করা হবে টেরিটোরিয়াল আর্মিতে, শূন্যপদ হলো ১১৮৪ টি

Territorial Army Recruitment: বর্তমানে চাকরির জন্য অপেক্ষা করে আছে বহু ছেলেমেয়ে। তবে সময়মতো যোগ্য চাকরি পাওয়া এখন সবথেকে কষ্টকর। তবে আজকের প্রতিবেদনে চাকরির একটি সুবর্ণ সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে। যেসব নাগরিকরা অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাশ করেছেন এবং পাশাপাশি ফোর্সে যাওয়ার জন্য বিভিন্ন একাডেমি, আর্মি প্রস্তুতির টিউশ্রেণীতে অথবা নিজেদের এলাকায় মাঠে, ঘাটে পরিশ্রম করছেন নতুন কোনো ভ্যাকান্সির জন্য তারা অবশ্যই এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। তাদের দীর্ঘ অপেক্ষা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে।

এই চাকরির (Territorial Army Recruitment) জন্য জারি করা হলো নতুন একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে একাধিক শূন্যপদ সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে। সেসব পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সবকিছুই বিস্তারিতভাবে নিম্নে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যেসব প্রার্থীরা এই চাকরির জন্য (Territorial Army Recruitment) আবেদন করবেন তাদের অবশ্যই যেকোনো সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম এবং শূন্যপদ

টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে (Territorial Army Recruitment) প্রকাশিত পদগুলোর নাম সহ শূন্যপদের সংখ্যার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, দেখে নিন একনজরে

সৈনিক (জিডি):- ১০১৪ টি
কেরানি:- ২৮ টি
শেফ:- ৪৬ টি
কুক মেস:- ৩ টি
শেফ স্পেশাল:- ৪ টি
ইআর:- ৬ টি
স্টুয়ার্ড:- ২ টি
কারিগর ধাতুবিদ্যা:- ৩ টি
কারিগর কাঠের কাজ:- ৪ টি
ড্রেসার:- ২১ টি
মাসলচি:- ২ টি
হাউস কিপার:- ২৮ টি
ধোপা:- ২৩ টি

কিভাবে নিয়োগ করা হবে?

আগ্রহী প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে শারীরিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে।

আরো পড়ুন: মাস প্রতি ২২,০০০ টাকা বেতন, শীঘ্রই আবেদন করুন এই চাকরিতে

আবেদন করার পদ্ধতি

টেরিটোরিয়াল আর্মি নিয়োগ ২০২৪-এ (Territorial Army Recruitment) এসব আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আগ্রহীরা প্রথমে আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘Career’ অথবা ‘Recruitment’ অপশনে ক্লিক করবে এবং আবেদন ফর্মের পেজে যাবে। তারপর আবেদনকারী যোগ্য প্রার্থীর মৌলিক তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন এবং মৌলিক নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার মূল্য প্রদান করবেন এবং সঠিকভাবে আবেদন করেছেন কিনা যাচাই করে দেখবেন। সর্বশেষে ‘Submit’ অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া শুরু:- ১০/১১/২০২৪ তারিখে
আবেদন প্রক্রিয়া শেষ:- ১১/১২/২০২৪ তারিখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *