Reliance Jio Recharge Plan: আনলিমিটেড ৫জি প্ল্যানে রিচার্জ করতে হবেনা টানা ১ বছর

Reliance Jio Recharge Plan: রিলায়েন্স জিও আরও একবার নিয়ে এসেছে দুর্দান্ত প্ল্যান। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ১ বছরের এই রিচার্জ প্ল্যান চমকে দেবে সকলকে। বর্তমানে রিচার্জ করতে গেলে সাধারণ মানুষের সত্যিই মাথায় হাত পড়ে, কিন্তু জিওর এই রিচার্জ প্ল্যান অত্যন্ত সাশ্রয়ী। গোটা দেশের মানুষকে ইন্টারনেটের পরিষেবা প্রথম উপলব্ধি করিয়েছে রিলায়েন্স জিও। যখন প্রথম জিও লঞ্চ হয়েছিল সেই সময় সকলকে বিনামূল্যে ইন্টারনেট ও কলিং এর সুবিধা ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি বেসরকারি বিভিন্ন টেলিকম সংস্থাগুলো তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। গ্রাহকদের এর ফলে প্রতি মাসে হচ্ছে বাড়তি খরচা। বড় অংকের রিচার্জ প্ল্যান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

ভরসার জায়গা হয়েছিল বিএসএনএল

এমন অবস্থায় সাধারণ মানুষের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছিল বিএসএনএল। দেশের রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) এর তরফে এক টাকাও দাম বৃদ্ধি করা হয়নি। এমন বহু গ্রাহক আছেন যারা বিএসএনএলে পোর্ট করিয়ে নিয়েছিলেন জিও সমেত অন্য কোম্পানিগুলো থেকে। এই সময় শুধুমাত্র জিও নয় অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলোর লক্ষাধিক কাস্টমার ছেড়ে চলে গেছিলো। এই লোকশানের হাত থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালোভাবেই জানে রিলায়েন্স জিও। তাই গ্রাহকদের জন্য নিয়ে এলো এই দুর্দান্ত প্ল্যান (Reliance Jio Recharge Plan)।

জিওর এক বছরের রিচার্জ প্ল্যান (Reliance Jio Recharge Plan)

বেসরকারি টেলিকম সংস্থাগুলো যখন হঠাৎ করে তাদের রিচার্জ প্ল্যান এর মূল্য বৃদ্ধি করে তখন বহু গ্রাহক নষ্ট হয়ে যায়। সেইসব গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবং ফেরানোর ইচ্ছায় সস্তায় নিয়ে আসা হয় ১ বছরের রিচার্জ প্ল্যান। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও এবার যে দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে তাতে একবার রিচার্জ করলেই সারা বছর আনলিমিটেড ৫জি ইন্টারনেট এবং কলিং ও ওটিটি সাবক্রিপ্সন ও একাধিক সুবিধা পাবেন।

কি কি বাড়তি সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্লানে?

গ্রাহকেরা যদি জিওর এই এক বছরের রিচার্জ প্ল্যান (Reliance Jio Recharge Plan) নেন তাহলে প্রতিদিন ২.৫ জিবি ৪জি ইন্টারনেট পাবেন এবং যদি তাদের কাছে ৫জি মোবাইল ফোন থাকে তাহলে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি থাকবে কলিং ফ্রি ও প্রতিদিনের হিসাবে ১০০ এসএমএস ও বছরে মোট ৯১২.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই রিচার্জ প্ল্যানে ৪জি ডেটা দেওয়ার অন্যতম কারণ হলো দেশে এখন অনেক জায়গা আছে যেখানে ৫জি পরিষেবা শুরু হয়নি।

আরও পড়ুন: ঋণ শোধ করতে পারবে না ভোডাফোন, কত শতাংশের মালিক হচ্ছে কেন্দ্র?

বিশেষ কিছু সুবিধা

গ্রাহকদের যাতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে কোনরকম অসুবিধা না হয় তার দিকেও খেয়াল রাখছে রিলায়েন্স জিও। পাশাপাশি আই পিএল ২০২৫ ৪কে তে দেখার জন্য দেওয়া হচ্ছে ৯০ দিনের জন্য হটস্টারের সাবস্ক্রিপশন। তবে এই রিচার্জ প্ল্যান এর সুবিধা শুধুমাত্র বৈধ মোবাইল ফোনের জন্য। এই সুবিধা গ্রাহকেরা পাবেন না ল্যাপটপ, মোবাইল বা টিভিতে। এছাড়াও দেওয়া হবে ৫০ জিবি জিও ক্লাউড স্টোরেজ যাতে কিছু দরকারি জিনিস সকল মানুষেরা সেভ করে রাখতে পারবে।

কত মূল্যের রিচার্জ প্ল্যান করবেন?

এমন বহু গ্রাহক আছেন যারা প্রতিমাসে ৩৯৯ টাকা রিচার্জ (Reliance Jio Recharge Plan) করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান একেবারে সস্তার। সারা বছরের চোখ বন্ধ করে সাশ্রয় হবে ৪০০ টাকা। তবে জিও রিচার্জ প্ল্যান নেওয়ার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্য কোন প্ল্যানটি উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *