Kolkata Police Car Sticker: কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্বভার রয়েছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের উপর। রাজ্যের রাজধানী কলকাতার দায়িত্বে রাত দিন লেগে থাকেন কলকাতা পুলিশের কর্তারা। একটু নজর দিলে দেখা যাবে কলকাতা পুলিশের সমস্ত গাড়িতেই কলকাতা পুলিশের নাম সংক্ষিপ্ত ভাবে KP লেখা থাকে। এক্ষেত্রে নিজস্ব গাড়ি হোক বা ভাড়ার গাড়ি, উভয় ক্ষেত্রেই দেখা যায় এই একই স্টিকার।
আগেই গাড়িগুলি থেকে কলকাতা পুলিশের স্টিকার (Kolkata Police Car Sticker) তুলে ফেলার নির্দেশ দিয়েছিল লাল বাজার। কিন্তু এরপরেও নির্দেশ উপেক্ষা করে বেশ কয়েকটি গাড়িতে স্টিকার লাগানো থাকতে দেখা গেছে। তাই আবারও ওই স্টিকার তুলে ফেলার নির্দেশ দিয়েছে লাল বাজার। এবার কড়া ভাবে কলকাতা পুলিশের সব গাড়ি থেকে স্টিকার তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারের প্রতিটি গার্ড, ডিভিশন এবং থানায় এই নতুন নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও কলকাতার রাস্তায় গাড়ি থামিয়ে কলকাতা পুলিশের স্টিকার খোলা হয়েছে।
জানা যাচ্ছে লালবাজারের কড়া নির্দেশের পরেও বেশ কিছু পুলিশকর্মী নিজস্ব বাইক বা গাড়িতে কলকাতা পুলিশের স্টিকার (Kolkata Police Car Sticker) লাগিয়ে রেখেছিলেন। তাই বৃহস্পতিবার আবারও কড়া ভাবে নির্দেশ জারি করেছে লালবাজার। জানানো হয়েছে এবার থেকে কলকাতা পুলিশের স্টিকার খোলা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। করা হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।
আরো পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি, কী রায় দিলো আদালত
এদিকে পুলিশের সুত্রে জানা যাচ্ছে কলকাতা পুলিশ লেখা এই স্টিকার (Kolkata Police Car Sticker) শুধুমাত্র পুলিশের গাড়িতেই নয় দেখা যাচ্ছে সাধারণ মানুষের গাড়িতেও। ফলে এর অপব্যবহার হতেও দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহে লালবাজারের নজরদারিতে একাধিক এরকম ভুয়ো স্টিকার লাগানো গাড়ি দেখতে পাওয়া গেছে। সেক্ষেত্রে পরিস্থিতি সামলাতে চালকদের কাউকে কাউকে কলকাতা পুলিশের KP অক্ষরের সাথে মিলিয়ে নিজের নাম বলতেও দেখা গিয়েছে। অনেকেই এই স্টিকার লাগানো গাড়ি দেখিয়ে দুর্ব্যবহারও করছেন মানুষের সাথে। তবে পুলিশকর্মীরা কেনো এই স্টিকার ব্যবহার করতে পারবেন না সেই নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তবে অসাধু উদ্দ্যেশ্যে ভুয়ো স্টিকারের ব্যবহার আটকাতেই লালবাজার এমন পদক্ষেপ নিতে চাইছে বলে ধারণা অনেকের।
এছাড়াও জানা যাচ্ছে এমন অনেক গাড়ি আছে যেগুলো একটা সময় ভাড়া নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সেই সময় কলকাতা পুলিশের স্টিকার (Kolkata Police Car Sticker) লাগানো হয়েছিল। সেরকম অনেক গাড়ির ভাড়ার বরাত এতদিন শেষ হয়েছে। তবে খুলে ফেলা হয়নি KP লেখা স্টিকার। ফলে স্বাভাবিক ভাবেই এইসব গাড়িগুলি এই বিষয়টিকে ঢাল করে ট্রাফিক আইন ভাঙছে প্রায়ই। এছাড়া জালিয়াতির ঘটনাও নজরে এসেছে লালবাজারের। আর সেই জন্যই এই কঠিন পদক্ষেপের পথে হাঁটছে লালবাজার।