Reserve Bank Of India: কমলো না সুদ, এটা উপযুক্ত সময় নয়, এমনটাই মত আরবিআই এর। শেয়ার বাজারে চলছে ওঠা পড়া। ক্ষুদ্র মূল্য বৃদ্ধির হার অনেকটাই নিচের দিকে নেমে গেছে। এই পরিস্থিতিতে সুদ কমার আশা ছিল সাধারণের মনে। যারা ঋণের দায়ে জর্জরিত তারা এই সুদ কমার জন্য অপেক্ষা করছিল অনেক দিন ধরে। কিন্তু সেই আসায় পুরোপুরি জল ঢেলে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) সিদ্ধান্ত। দেশের ভিতরের চেয়ে আন্তরজাতিক সুদের পরিমাণটাই অনেকটা বেশি। কিন্তু এই বছরও কোনরকম রিক্স নিতে চায়না আরবিআই।
বুধবার দিন রেপোরেট নিয়ে আলোচনা করার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই বৈঠকে কোনো আশার আলো দেখাতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) সুদের হার না কমিয়ে এখনো পর্যন্ত একই রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। আপাতত সুদের হার রয়েছে ৬.৫০ শতাংশ। তবে খুব শীঘ্রই এই হার কমানো হতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। সেই মতই উইথড্রয়্যাল অফ একোমোডেশন থেকে নিউট্রাল করা হয়েছে।
তবে ভূ রাজনতিক সমস্যার কারণে মূল্যবৃদ্ধির হার আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে আরবিআই (Reserve Bank Of India)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, এখনই সুদের হার কমানোর কথা এত নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। এটা সুদ কমানোর সময় নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সুদের হার কমার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই অদূর ভবিষ্যতে সুদ কমতে পারে এমনটাই আভাস দিচ্ছে আরবিআই। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
অর্থনীতিবিদদের মতে পশ্চিম এশিয়ায় সৃষ্টি হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বাড়তে পারে। আর তা হলে মূল্যবৃদ্ধির হার অনেকটা বেড়ে যাবে। এই সময়ে সুদ কমার কোন আশাই নেই। সেই জন্যই হয়তো আশঙ্কিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এছাড়া যুদ্ধের সময় অনেক পণ্যের উৎপাদন ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে সমস্যার। সবদিক বিবেচনা করেই রিজার্ভ ব্যাংক এখন সুদ কমাতে চাইছে না।
অনেকের মতে বর্তমানে সাধারনের বিনিয়োগের ক্ষেত্রে সোনা বা অন্যান্য ফান্ডকে বেছে নেওয়ার প্রবণতা অনেকটা বেড়েছে। তাই ব্যাংকে আমানতের পরিমাণও অনেকটাই কমে গেছে। যদি সুদ কমিয়ে দেওয়া হয় তাহলে সেই পরিমাণ আরও কমে যেতে পারে। এটাও একটা বড় কারণ সুদ না কমানোর। ডিসেম্বরের পর হয়তো সুদ কমতে পারে। তবে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না। যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করে বলা যায় ফেব্রুয়ারি মাসের আগে সুদ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই নিতে পারবে না আরবিআই (Reserve Bank Of India)।