Representative: বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা হলেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা। যাদের প্রতিটি সিনেমাতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের (Riteish-Genelia) ভক্তরা। পাশাপাশি তাঁদের মধুর সম্পর্কেরও সাক্ষী রয়েছেন তারকা তথা দম্পতির অনুরাগীরা। তবে সম্প্রতি সেই দম্পতি সম্পর্কে প্রকাশ্যে এসেছে সম্পর্ক ভাঙ্গনের খবর। যা এক সাক্ষাৎকারে জানালেন সেই দম্পতি। কি এমন হয়েছিল তাঁদের সম্পর্কে?
হিন্দি চলচ্চিত্র জগতের পাওয়ার কাপেল রীতেশ-জেনেলিয়া (Riteish-Genelia)। যাঁদের সম্পর্কের বন্ধন দেখে ঈর্ষা করে বহু তারকা। যাঁদের মধুর সম্পর্ক স্নেহ, শ্রদ্ধা, ভালবাসা, অনুরাগে ভরপুর। আর তাঁদের সম্পর্কেই ভাঙ্গন? শুনে অবাক লাগছে? হ্যাঁ, এমনই একদিন মাঝরাতে অভিনেত্রী তথা প্রেমিকা জেনেলিয়ার সাথে সম্পর্ক ভাঙার কথা বলেছিলেন রীতেশ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
প্রসঙ্গত, বহু বছরের সম্পর্ক রীতেশ-জেনেলিয়ার। ২০০৩ সালে ‘তুঝে মেরি কাসাম’ সিনেমার মধ্যে দিয়েই সম্পর্ক শুরু হয় বলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল রীতেশ-জেনেলিয়ার। পরবর্তীতে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তবে বিবাহের আগেই রীতেশের থেকে সম্পর্ক ভাঙার খবর যায় জেনেলিয়ার কাছে। যা এক সাক্ষাৎকারে অভিনেত্রী জেনেলিয়া জানান। তিনি বলেন যে রীতেশ বিবাহের আগে প্রেমের সম্পর্কে থাকাকালীন সময়ে একদিন মাঝরাতে তাঁকে সম্পর্ক ভাঙার একটি মেসেজ পাঠিয়ে ঘুমিয়ে পড়েন। যেখানে লেখা ছিল আমাদের সম্পর্কের ইতি এখানেই।
অভিনেত্রী এও বলেন যে অভিনেতা রীতেশের আগে তিনি ঘুমিয়ে পড়েন। রীতেশের ঘুমোতে দেরি হয়। তবে সেদিন রীতেশ রাত ১টা নাগাদ এই মেসেজ পাঠিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার সময় অভিনেত্রীর ঘুম ভেঙে যায়। আর সেই সময় তিনি এই মেসেজটি দেখে হতাশ হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল। তিনি মনে মনে ভেবেছিলেন হঠাৎ করে রীতেশের কি হল! এটা কি ধরনের মজা! এই মেসেজ দেখে তিনি সারারাত না ঘুমিয়ে কাটিয়ে ছিলেন। সকাল ন’টা পর্যন্ত তিনি দুচোখের পাতা এক করতে পারেননি।
কিন্তু অপরদিকে জেনেলিয়াকে রাত্রিবেলা পাঠানো সম্পর্ক ভাঙার মেসেজ সম্পর্কে কিছুই মনে ছিল না রীতেশের। তিনি পরদিন সকালে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই জেনেলিয়াকে সুপ্রভাত! কি করছো? বলে মেসেজে প্রশ্ন করেছিলেন। যা দেখে চরম রেগে ওঠে জেনেলিয়া। মেসেজের প্রত্যুত্তরে জেনেলিয়া বলেন যে তাঁদের মধ্যে আর কথা বলাই উচিত নয় বলে তার মনে হয়। জেনেলিয়া বলেন যে তিনি আর তাঁর সাথে কথা বলতে চান না। যা দেখে চোখ কপালে উঠে রীতেশের। তিনি কিছুই বুঝতে পারেন না। পরে জেনেলিয়া তাঁকে সবটা মনে করিয়ে দেয়। যা শুনে করুণ সুরে প্রেমিকার মান ভাঙ্গাতে অভিনেতা তথা প্রেমিক রীতেশ বলেন যে তিনি এটা জেনেলিয়ার সাথে মজা করার জন্য করেছেন। কারণ সেদিন ছিল ১লা এপ্রিল অর্থাৎ “এপ্রিল ফুল ডে”। তবে বর্তমানে বেশ ভালোই দিন কাটছে ইন্ডাস্ট্রির এই পাওয়ার কাপেলের (Riteish-Genelia)। যাদের ১২ বছরের সুখী দাম্পত্যের ঝলক দেখে খুশি হয় ভক্ত-অনুরাগীরা।